Tapas Saha: ‘ও ঠগ, প্রবঞ্চক…আর বলবো না’, মুখে কুলুপ আঁটলেন বিধায়ক তাপস সাহা

TMC MLA: প্রবীর সম্পর্কে এ কথা বলার পরই সংবাদমাধ্যমের সঙ্গে আর কথা না বলার বিষয়টি জানিয়েছেন তেহট্টের তৃণমূল বিধায়ক। তাঁর বক্তব্যকে বিভিন্ন সংবাদমাধ্যম বিকৃত করছে বলে অভিযোগ তাপসের। তাই আর সংবাদমাধ্যমের সাথে কথা বলবেন না বিধায়ক তাপস সাহা।

Tapas Saha: ‘ও ঠগ, প্রবঞ্চক...আর বলবো না’, মুখে কুলুপ আঁটলেন বিধায়ক তাপস সাহা
তেহট্টের বিধায়ক তাপস সাহা।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2023 | 2:11 PM

তেহট্ট: নিয়োগ দুর্নীতি জড়িত থাকার অভিযোগ উঠেছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে। কলকাতার হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই তাপসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। শুক্রবার তাঁর বাড়িতেও গিয়েছিলেন সিবিআই আধিকারিকদের একটি দল। সেখানে গিয়ে তাপসকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বেশ কিছু নথি সংগ্রহ করেছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই-এর এফআইআরে তাপসের পাশাপাশি নাম রয়েছে প্রবীর কয়ালের। এই প্রবীরকে তাপসের পিএ বলে উল্লেখ করা হয়েছে। যদিও টিভি৯ বাংলাকে প্রবীর জানিয়েছেন, তিনি তাপসের পিএ নন। এমনকি দু্র্নীতিতে তাঁকে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ প্রবীরের। যদিও প্রবীরের এই মন্তব্যের কোনও জবাব দিতে রাজি হননি বিধায়ক তাপস সাহা। এমনকি সংবাদমাধ্যমের সঙ্গে আর কোনও কথা বলবেন না বলেও দাবি করেছেন।

টিভি৯ বাংলার মুখোমুখি হয়ে প্রবীর কয়াল বলেছেন, “আমি এ বিষয়ে কোনওভাবেই যুক্ত নই। আমি রাজনৈতিক যড়যন্ত্রের শিকার। উনার সঙ্গে থেকে যে আমার এত ক্ষতি হবে ভাবিনি। আমি উনার পিএ নই। কেউ নই। আমাকে ফাঁসানো হয়েছে।” এই বক্তব্যের প্রেক্ষিতেই তাপস সাহার কাছে প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেছেন, “আমি প্রবীর কয়ালের কথার কোনও উত্তর দেব না। তাঁর কারণ ও ঠগ, প্রবঞ্চক। আমার এলাকার বহু মানুষের সঙ্গে নয়ছয় করে চলে গিয়েছে।”

প্রবীর সম্পর্কে এ কথা বলার পরই সংবাদমাধ্যমের সঙ্গে আর কথা না বলার বিষয়টি জানিয়েছেন তেহট্টের তৃণমূল বিধায়ক। তাঁর বক্তব্যকে বিভিন্ন সংবাদমাধ্যম বিকৃত করছে বলে অভিযোগ তাপসের। সেই অভিযোগ করে তিনি বলেছেন, “আমি যে কথাগুলো বলছি, সেই কথা গুলো বিভিন্ন চ্যানেলে বিকৃত করা হচ্ছে। আমি আর সাংবাদিকদের সঙ্গে কথা বলবো না। দলের নেতারা যা বলার বলবেন।”