Nadia Chaos: দুষ্কৃতী হামলায় মৃত্যু কাকার, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভাইপো
Nadia: অভিযোগ, সোমবার রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় কাকা ভাইপো। অভিযোগ, রাতভর বাড়ি না ফেরায় সকাল থেকে দুই জনের খোঁজ শুরু করে দুই জনের পরিবার।
নদিয়া: দুষ্কৃতী হামলার জেরে মৃত্যু কাকার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ভাইপো। আর এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল নদিয়ার রানাঘাটে। সূত্রের খবর, রানাঘাট থানার কলাই ঘাটা এলাকার বাসিন্দা অম্বর সর্দার (৬৩)। পেশায় দিন মজুর তিনি। অপরজন বিশ্বজিৎ হালদার। তিনি মুসুন্ডা এলাকার বাসিন্দা। তিনিও পেশায় দিন মজুর। বিশ্বজিৎ ও অম্বর সম্পর্কে কাকা ভাইপো।
অভিযোগ, সোমবার রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় কাকা ভাইপো। অভিযোগ, রাতভর বাড়ি না ফেরায় সকাল থেকে দুই জনের খোঁজ শুরু করে দুই জনের পরিবার। আর এরপরই মঙ্গলবার সকালে মাঝদিয়া এলাকায় রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় থেকে উদ্ধার হয় কাকা ভাইপো। পরে তাদের রানাঘাট হাসপাতালে নিয়ে আসা হলে কাকা অম্বর সর্দারকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।
অন্যদিকে ভাইপো বিশ্বজিৎ হালদার আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রানাঘাট হাসপাতালে। আক্রান্ত যুবকের পরিবারের অভিযোগ,দুষ্কৃতী হামলার কারণেই এই ঘটনা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।