BJP MP Jagannath Sarkar: পদ্মবনে তৃণমূলের খোচর খোঁজার দাবি জগন্নাথের, সুর মেলালেন অগ্নিমিত্রাও

BJP: রানাঘাটের বিজেপি সাংসদের দাবি, এই ধরনের লোকের খোঁজ পেলে দলকে কঠিন ব্যবস্থা নিতে হবে। না হলে দলের উন্নতি সম্ভব নয়।

BJP MP Jagannath Sarkar: পদ্মবনে তৃণমূলের খোচর খোঁজার দাবি জগন্নাথের, সুর মেলালেন অগ্নিমিত্রাও
চাপানউতর বিজেপির অন্দরে।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 05, 2022 | 6:09 PM

নদিয়া: বিজেপির অন্দরে তৃণমূলের চর রয়েছে। দলের অন্দরে অস্বস্তি বাড়িয়ে এমনই মন্তব্য করলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। যদিও জগন্নাথের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন দলের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁরও বক্তব্য, এমনটা রয়েছে। তবে তা সব দলেই থাকে বলে দাবি করেছেন আসানসোল দক্ষিণের এই বিজেপি বিধায়ক। সম্প্রতি রানাঘাট দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জগন্নাথ সরকার বলেন, “দালাল সব দলেই থাকে। তৃণমূলের মধ্যেও থাকে, বিজেপির মধ্যেও থাকে। সবার মধ্যেই এই একে অপরকে খবর দেওয়ার লোক থাকে।” রানাঘাটের বিজেপি সাংসদের দাবি, এই ধরনের লোকের খোঁজ পেলে দলকে কঠিন ব্যবস্থা নিতে হবে। না হলে দলের উন্নতি সম্ভব নয়।

জগন্নাথ সরকারের বক্তব্য, “এই জাতীয় লোকগুলি দলের ক্ষতি করে। সে কোনও বরিষ্ঠ সদস্য হোন বা জনপ্রতিনিধি হোন। কেউ যদি ফেসবুক বা সোশাল মিডিয়ায় দলের বিরুদ্ধে কিছু বলে নিশ্চিতভাবে সে বিজেপির হিতাকাঙ্খী নয়। সে তৃণমূলের দালাল। সেই লোককে আমি বলব দল থেকে বহিষ্কার করা বা তাঁকে শাস্তি দেওয়ার ব্যবস্থা প্রথমেই করা উচিৎ। না হলে দলের উন্নতি হয় না এটা স্বাভাবিক বিষয়। যারা এটা করেছেন ভুল করেছেন। আর যদি কেউ ইচ্ছাকৃত করে থাকেন, দলের খোচর হিসাবে কাজ করে থাকেন, তাঁদের অবিলম্বে মুক্ত করা উচিৎ।”

এ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও বক্তব্য, “উনি ঠিকই বলেছেন। দলের অন্দরে কোথাও অনুশাসনহীনতা থাকলে তা বরদাস্ত করা হবে না। দলের সংবিধান মেনেই সেগুলির দিকে নজর দেওয়া হবে। উনি যে চরের কথা বলছেন তা তো হয়েই থাকেই। বিভিন্ন রাজনৈতিক দলের ভিতর নিজেদের লোক ঢুকিয়ে রাখার চেষ্টা থাকে। আমরাও লক্ষ্য রাখছি।”

বিজেপি সাংসদের এই বক্তব্য নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বক্তব্য, “অনুচর তো আছেই। সব দলেই থাকে। আমাদের দলেও আছে। সেটা শীর্ষ নেতৃত্ব দেখবে। যদি থাকে তাঁদের কীভাবে পরিচালনা করা হবে তাও দল দেখে নেবে।” এ প্রসঙ্গে নদিয়া তৃণমূলের নেতা তথা প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি বাণী রায় বলেন, “জগন্নাথবাবুর বক্তব্য আসলে অন্য লক্ষ্যে। উনি বলছেন দলের বিরুদ্ধে কেউ কিছু বললেই ব্যবস্থা নিতে। আসলে উনি যেটা করেছেন সেটা চাপা দেওয়ার জন্য এসব কথা। উনি বলছেন তৃণমূল থেকে লোক ঢুকে এসব করছে। কে জানে নদিয়া জেলার রানাঘাট দক্ষিণের বর্তমান সভাপতি তো তৃণমূলের ছিলেন। জানি না তাঁদের কথা বলতে চাইছেন কি না।”