Food poisoning: মেলায় বরফ জল খেয়ে ১১৩ জন ভর্তি হলেন হাসপাতালে
Basirhat: উত্তর ২৪ পরগনার বসিরহাটের মিনাখাঁ ব্লকের ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের ধুতুরদহ গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান ঘিরে গ্রামে মেলা বসেছিল।
বসিরহাট: ধর্মীয় অনুষ্ঠানে একটি গ্রামে মেলা বসেছিল। সেই মেলায় ঠান্ডা পানীয় খান অনেকেই। তার জেরেই বিপত্তি। ঠান্ডা সেই শরবত খেয়ে অসুস্থ হয়ে পড়েন শতাধিক। প্রায় ১১৩ জন ভর্তি হলেন হাসপাতালে। গ্রামে ইতিমধ্যেই পৌঁছছে মেডিক্যাল টিম।
উত্তর ২৪ পরগনার বসিরহাটের মিনাখাঁ ব্লকের ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের ধুতুরদহ গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান ঘিরে গ্রামে মেলা বসেছিল। সেখানে বিভিন্ন দোকানীরা বরফের সঙ্গে লেবু ও চিনি মিশিয়ে দেদার বিক্রি করেছিলেন। এ দিকে, গরমের জন্য জেরবার সাদারণ মানুষ। ফলে ঠান্ডা পানীয় খাওয়ার হিড়িক আরও বেড়ে যায়। মেলায় আগত শিশু, মহিলা, পুরুষ প্রত্যেকেই সেই ঠান্ডা পানীয় পান করেন।
এরপর অসুস্থ হয়ে পড়েন গ্রামের প্রায় ২০০ শতাধিক মানুষ। আক্রান্তদের মধ্যে ১১৩ জনকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকেই পায়খানা,বমি,মাথার যন্ত্রণা ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাছ সতেজ রাখতে যে বরফ ব্যবহার করা হয়। জলের সঙ্গে মিশিয়ে দোকানিরা বিক্রি করেন। আর সেই গুলি খেয়েই অসুস্থ হয়ে পড়েছে গ্রামের মানুষ। বসিরহাট স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে গ্রামে মেডিক্যাল টিমের ব্যবস্থা করা হচ্ছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে বসিরহাটের হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের আবাদ মোহনপুর গ্রামে একই ঘটনা ঘটে। সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে গভীর রাত থেকে ভোর পর্যন্ত পাতলা পায়খানা,বমি,জ্বর ও পেটের ব্যথা নিয়ে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ১৫ জনকে। ছোলা, বাতাসার জল, তরমুজ বিভিন্ন ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৩০ জন।