Sundarban Ration: নিম্ন মানের সামগ্রী, কুপন বিলিতে কারসাজি, সুন্দরবনে রেশনে দুর্নীতির অভিযোগ
Sundarban Ration: রেশন সামগ্রী বিলি করতেও প্রয়োজনের তুলনায় বেশি সময় নেন। যার ফলে এই প্রখর রোদে লাইনে দাঁড়িয়ে থেকে অনেকে অসুস্থও হয়ে পড়েছেন।
বসিরহাট: সঠিক রেশন বিলের দাবিতে এবার বিক্ষোভ দেখালেন সুন্দরবনের বাসিন্দারা। বসিরহাটের সন্দেশখালি ২নং ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের উত্তর খুলনা গ্রামে একটি সরকারি ন্যায্যমূল্যের রেশন দোকান রয়েছে। ডিলারের নাম অবনী বর্মন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ডিলার তাঁদের প্রাপ্য রেশন থেকে বঞ্চিত করছেন। পাশাপাশি নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে। অন্যদিকে একজনের কুপন অন্যজনকে দিয়ে একাধিক দুর্নীতি করছেন ওই ডিলার। সঠিক সময়ে তিনি দোকানও খোলেন না বলে অভিযোগ। যেদিন দোকান খোলা থাকার কথা সেদিন অনেক সময় বন্ধ রাখেন। রেশন সামগ্রী বিলি করতেও প্রয়োজনের তুলনায় বেশি সময় নেন। যার ফলে এই প্রখর রোদে লাইনে দাঁড়িয়ে থেকে অনেকে অসুস্থও হয়ে পড়েছেন।
এরকম একাধিক অভিযোগ নিয়ে ওই রেশন ডিলারের দোকানের সামনে বিক্ষোভে সামিল হন কয়েকশো গ্রাহক। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে ওই ডিলারকে অনুরোধ করলেও ডিলার নিজের মর্জিমাফিক কাজ করে চলেছেন। গ্রাহকদের দাবি কর্ণপাতও করছেন না বলে অভিযোগ।
যদিও রেশন ডিলার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কেউ যদি এরকম অভিযোগ করেন, তাহলে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। আমি কখনই দুর্নীতির সঙ্গে জড়িত নই। রেশন সামগ্রী বন্টনের কোন অসুবিধা হয় না।” বিক্ষোভকারীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পরিদর্শনে যান সন্দেশখালি ২নং ব্লকের ফুড ইন্সপেক্টর কিশোরী লাল নাঁইঞা। তিনি বলেন, “অভিযোগ পেয়েছি। ওই রেশন ডিলারকে আমি সতর্ক করেছি এবং আমি নিজে তদন্ত করে দেখব যদি তিনি সত্যিই দোষী হন, সে ক্ষেত্রে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।” যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় সন্দেশখালি ২ নম্বর ব্লক খাদ্য দফতর, সন্দেশখালি ২নং ব্লকের বিডিও ও সন্দেশখালি থানায় কোনওরকম লিখিত অভিযোগ জমা পড়েনি।