Dengue: রক্ষে নেই করোনায় আবার দোসর হয়েছে ডেঙ্গি, উত্তর ২৪ পরগনাতেই আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫০০

North 24 pargana: জেলার বিধান নগর, বারাসত, ব্যারাকপুর, দমদম, হাবরা, অশোকনগরের মতো এলাকায় ডেঙ্গির সংখ্যা ১০ এর বেশি ।

Dengue: রক্ষে নেই করোনায় আবার দোসর হয়েছে ডেঙ্গি, উত্তর ২৪ পরগনাতেই আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫০০
উত্তর ২৪ পরগনায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2021 | 9:52 AM

উত্তর ২৪ পরগনা: একে করোনা, তার উপর দোসর এখন ডেঙ্গি। জেরবার হয়ে যাচ্ছে নিত্যদিনের জীবন। প্রতিদিনই মশার কামড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আতঙ্ক বাড়ছে সাধারণ জনগণের মধ্যে।

এই মুহুর্তে উত্তর ২৪ পরগণা জেলায় ডেঙ্গি রোগীর সংখ্যা ৫০০ ছাড়ালো । জানা গিয়েছ, জেলার শহর এলাকায় ৪১৩ জন রোগী আক্রান্ত হয়েছেন ডেঙ্গু পজ়েটিভ নিয়ে। সেই তুলনায় গ্রামীণ এলাকায় একটু হলেও কম । গ্রামীণ এলাকায় এখনও পর্যন্ত ডেঙ্গু পজ়িটিভ রোগীর সংখ্যা ৯৭ ।

জেলার বিধান নগর, বারাসত, ব্যারাকপুর, দমদম, হাবরা, অশোকনগরের মতো এলাকায় ডেঙ্গির সংখ্যা ১০ এর বেশি । সবথেকে বেশি আক্রান্তের সংখ্যা বিধান নগর মিউনিসিপ্যালিটিতে সেখানে ডেঙ্গি রোগীর সংখ্যা ১০৮ ।

পুজোর পর একদিকে করোনা পজ়েটিভের সংখ্যা বাড়তে শুরু করেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ।

জেলা স্বাস্থ্য কর্মধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী জানিয়েছেন, সরকারি তরফ থেকে সমস্ত রকম বন্দোবস্ত করা হয়েছে । জ্বর আসলেই রোগীর সমস্ত রকম টেস্ট করে নিয়ে তবেই তার চিকিৎসা শুরু হচ্ছে । তবে গত বছর এই সময় ডেঙ্গি রোগীর আক্রান্তের সংখ্যা ছিল ৭১৯। সে তুলনায় কম থাকার কারণে প্রশাসন মনে করছে খুব শীঘ্রই তারা রিকভারি করতে পারবেন ।

উল্লেখ্য, ডেঙ্গি সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা।  রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫০০। মৃত্যু হয়েছে ১৫ জনের। পরিসংখ্যানে স্পষ্ট, ডেঙ্গি কতটা উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ২০-২৭ অক্টোবর, ঠিক তার আগের যে সপ্তাহটা ছিল, এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২০০-র ঘরে ঘোরাফেরা করছিল। এখন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০০ হয়ে গিয়েছে। অর্থাত্ দ্বিগুণেরও বেশি।

নিম্নচাপের যে বৃষ্টি হল রাজ্যে তারপরই জেঙ্গুর বাড়বাড়ন্ত হওয়া শুরু হয়েছে। পুজোর ঠিক আগেই এক টানা বর্ষণে ভেসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। বিগত বছরগুলিতে দেখা গিয়েছে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ডেঙ্গির বাড়বাড়ন্ত ছিল চোখে পড়ার মতো।

কিন্তু চলতি সপ্তাহে মালদাতেও দেখা যাচ্ছে ৫০-এর বেশি আক্রান্তের সংখ্যা। উত্তর দিনাজপুরেও আক্রান্তের সংখ্যা অনেক বেশি। শহরাঞ্চলের রোগ হিসাবে ধরা হত ডেঙ্গিকে। এবার তা রাজ্যের বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামগুলিতেও ছড়িয়ে পড়ল। সেস্ট আর্বান ডেভলপমেন্ট, এজেন্সি সুধা, পুর নগরোন্নয়ন দফতর ও স্বাস্থ্য দফতরের মধ্যে সোমবারই একটা বৈঠক হয়েছে। সেখান থেকে ১৪ দফা করণীয় স্থির করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Covid vaccination: করোনা টিকা নিয়ে ৪০ জন জেলাশাসকের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী