Basirhat: রাতে বাড়িতে ছিল না মা, বসিরহাটে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে
Basirhat: বাবা হয়ে এ কাজ কী করে করলেন ওই ব্যক্তি তা ভাবতে পারছেন না কেউ। কান্নায় ভেঙে পড়েছেন শিশু কন্যাটির মা। ঘটনার খবর চাউর হতেই ব্যাপক শোরগোল শুরু হয় এলাকায়।
বসিরহাট: নিজেরই মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে বসিরহাটের হাড়োয়া থানা এলাকায়। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে হাড়োয়া থানার পুলিশ। সূত্রের খবর, ৩০ সেপ্টেম্বর স্বামী-স্ত্রীর মধ্যে ব্যাপক ঝামেলা হয়। স্ত্রীকে ওই ব্যক্তি মারধরও করেন বলে অভিযোগ। রাগে বাড়ি থেকে বেরিয়ে যান স্ত্রী। রাতে ফের বাড়ি ফিরে আসেন। কিন্তু, ততক্ষণে সব শেষ। বাড়ি এসেই চোখ কপালে উঠে যায় ওই মহিলার।
গৃহবধূর অভিযোগ, তিনি বাড়িতে ছিলেন না, সেই সুযোগে তাঁর ছয় বছরের শিশুকন্যাকে রাতভর ধর্ষণ করেন তাঁর স্বামী। বাড়ি ফিরতেই মেয়ের মুখে সবটা শোনেন। বাবা হয়ে এ কাজ কী করে করলেন ওই ব্যক্তি তা ভাবতে পারছেন না কেউ। কান্নায় ভেঙে পড়েছেন শিশু কন্যাটির মা। ঘটনার খবর চাউর হতেই ব্যাপক শোরগোল শুরু হয় এলাকায়। নিন্দায় সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন প্রতিবেশীরা।
ঘটনার পরেই হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তাঁর অভিযোগ পেয়েই শিশুকন্যার বাবাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে। পুলিশ ৪০ বছরের ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিতে চলেছে বলে জানা যাচ্ছে।