Dumdum Deadbody Recover: দমদমে পুকুরে ভাসছে ব্যক্তির গলা কাটা দেহ

Dumdum Deadbody Recover: পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ। তবে মধ্য বয়সী ওই ব্যক্তির নাম পরিচয় কিছুই জানা যায়নি। স্থানীয় বাসিন্দা বলেন, "আজ সকালবেলা এলাকার এক বাসিন্দা ফুল তুলতে বেরিয়েছিলেন এক মহিলা।"

Dumdum Deadbody Recover: দমদমে পুকুরে ভাসছে ব্যক্তির গলা কাটা দেহ
দমদমে মৃতদেহ উদ্ধার Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2023 | 12:54 PM

দমদম: সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন এলাকাবাসী। সেই সময় আচমকা যা দেখলেন তা নিয়ে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুকুর থেকে উদ্ধার ব্যক্তির গলাকাটা দেহ। ঘটনাস্থল দমদম।

পুলিশ সূত্রে খবর, দমদম থানা এলাকার সুভাষনগর দুধপুকুর থেকে মধ্য বয়সী এক ব্যক্তির গলাকাটা দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি এলাকাবাসী পৌঁছন সেখানে। উদ্ধার করা হয় মৃতদেহটি।

পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ। তবে মধ্য বয়সী ওই ব্যক্তির নাম পরিচয় কিছুই জানা যায়নি। স্থানীয় বাসিন্দা বলেন, “আজ সকালবেলা এলাকার এক বাসিন্দা ফুল তুলতে বেরিয়েছিলেন এক মহিলা। উনি দেখেছেন পুকুরে কিছু ভাসছে। তবে কী ভাসছে তা বুঝে উঠতে পারেননি। দৌড়ে গিয়ে উনি ওনার স্বামীকে ডেকে আনেন। তারপর দুজন মিলে বাকি দু’জন মিলে বাকিদের ডেকে আনেন। তারপর সকলে মিলে আমরা থানায় খবর দিই।”