Chandpara School Teacher: হাইস্কুলের ভূগোলের শিক্ষক হয়েও গৃহশিক্ষকতা, হাতেনাতে ধরলেন স্থানীয় বাসিন্দারা

Chandpara School Teacher: গাইঘাটার চাঁদপাড়াতে শুভঙ্কর দাস নামে এক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছাত্র-ছাত্রীদের বাড়িতেই পড়ান। অভিযোগ তেমনই।

Chandpara School Teacher: হাইস্কুলের ভূগোলের শিক্ষক হয়েও গৃহশিক্ষকতা, হাতেনাতে ধরলেন স্থানীয় বাসিন্দারা
গৃহশিক্ষককে ঘিরে বিক্ষোভ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2022 | 4:05 PM

উত্তর ২৪ পরগনা: পেশায় স্কুলশিক্ষক। কিন্তু নিয়মকে তোয়াক্কা না করেই গৃহশিক্ষকতাও করেন। গৃহ শিক্ষকতা করার সময় হাতেনাতে ধরা পড়লেন এক স্কুল শিক্ষক। আর তা গিরে উত্তেজনা উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ায়। গাইঘাটার চাঁদপাড়াতে শুভঙ্কর দাস নামে এক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছাত্র-ছাত্রীদের বাড়িতেই পড়ান। অভিযোগ তেমনই। তিনি আবার গাইঘাটার জলেশ্বর উচ্চ বিদ্যালয়ের ভূগোলের শিক্ষক। সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করে দীর্ঘদিন ধরেই তিনি প্রাইভেট টিউশনি করান বলে অভিযোগ।

মঙ্গলবার কয়েকজন গৃহশিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা চাঁদপাড়া বয়েজ ক্লাবে উপস্থিত হন। শুভঙ্কর দাস নামে ওই শিক্ষকের পড়ানোর সময়ে তাঁরা উপস্থিত হন। তাঁরা কিছুটা বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে গাইঘাটা থানার পুলিশ। অভিযুক্ত স্কুল শিক্ষক শুভঙ্কর দাসকে ক্লাব থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।

বয়েজ ক্লাবে ২৩ বছর ধরেই বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা টিউশন পড়িয়ে চলেছেন। এই বিষয়ে সৈকত দাস নামে আরেকজন গৃহ শিক্ষক বলেন, “যে শিক্ষকের বিরুদ্ধে টিউশন পড়ানোর অভিযোগ, আমি তার নামটাও মুখে আনতে চাই না, যিনি শিক্ষক সমাজ গড়ার কারিগর, তিনিই যখন আইনকে অমান্য করছেন, ছাত্র-ছাত্রীরা তাঁর কাছ থেকে আর কী বা শিখতে পারে।”

স্থানীয় এক বাসিন্দা বলেন, “অনেক শিক্ষক রয়েছেন। সরকার আগেই সরকারি স্কুলের শিক্ষকদের গৃহশিক্ষকতা করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তারপরও অনেক স্কুলশিক্ষকই লুকিয়ে গৃহশিক্ষকতা করে যাচ্ছেন। এটা টাকার জন্য নাকি জানি না। তবে এলাকার অনেক শিক্ষিত যুবক-যুবতী রয়েছেন, যাঁরা গৃহশিক্ষকতাই করেন, তাঁরা সমস্যায় পড়ছেন।”