কয়েক কোটি টাকা কেলেঙ্কারিতে ধৃত ‘তরুণ’ পোস্টমাস্টার! থানা ঘিরে তীব্র বিক্ষোভ

Post Master: বনগাঁ থানা এলাকা বোয়ালদহ পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার নন্দ গোপাল সর্দার। তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষের কয়েক কোটি টাকা টাকা তছরুপের অভিযোগ ওঠে।

কয়েক কোটি টাকা কেলেঙ্কারিতে ধৃত 'তরুণ' পোস্টমাস্টার! থানা ঘিরে তীব্র বিক্ষোভ
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2021 | 3:49 PM

উত্তর ২৪ পরগনা: একটু বেশি সুদের আশায় পোস্ট অফিসে নিজেদের কষ্টার্জিত টাকা সঞ্চয় করেন সাধারণ মানুষ। সেই পোস্ট অফিসের পোস্টমাস্টারই তাঁদের প্রতারিত করেছেন! পোস্ট অফিসের কয়েক কোটি টাকা নয়ছয়ের অভিযোগে গ্রেফতার হওয়া যুবক পোস্টমাস্টারকে ঘিরে ধরে তীব্র বিক্ষোভ বনগাঁয়। পুলিশের সামনে চলল মারধরের চেষ্টাও।

বনগাঁ থানা এলাকা বোয়ালদহ পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার নন্দ গোপাল সর্দার। তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষের কয়েক কোটি টাকা টাকা তছরুপের অভিযোগ ওঠে। চলতি বছরেরই মার্চ মাসে এর প্রতিকার চেয়ে বনগাঁ প্রধান পোস্টঅফিসের সামনে বিক্ষোভ দেখান প্রতারিত স্থানীয় মানুষরা। অবশেষে তদন্তে নেমে বনগাঁ থানার পুলিশ শুক্রবার গ্রেফতার করল সেই পোস্টমাস্টারকে।

এদিকে নন্দ গোপাল সর্দার গ্রেফতার হয়েছে, এই খবর চাউর হতেই পোস্ট অফিসে ছুটে আসেন প্রতারিতরা। শনিবার দুপুরে বনগাঁ থানার সামনে ভিড় জমাতে থাকেন গ্রাহকরা। চলে গ্রেফতার হওয়া পোস্টমাস্টারকে তীব্র বিক্ষোভ। থানা থেকে তাঁকে আদালতের নিয়ে যাওয়ার জন্য পুলিশ গাড়িতে তোলার সময় ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। গাড়ি ঘিরে বিক্ষোভ এবং মারধরের চেষ্টা চলে। যদিও পুলিশের তৎপরতায় আসামিকে আদালতে নিয়ে যাওয়া হয়।

প্রতারিত হওয়া গ্রাহকদের দাবি, এলাকার প্রচুর লোকের টাকা তছরুপ করেছেন তরুণ এই পোস্টমাস্টার। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তাঁরা। একইসঙ্গে নিজেদের কষ্টার্জিত টাকা যাতে ফেরত পেতে পারেন তার ব্যবস্থা করবার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান সবাই। আরও পড়ুন: টিভি নাইন বাংলার খবরের জের! অশোকনগর টিকা-কাণ্ডে বৈঠক জেলা প্রশাসনের