Sandeshkhali: ‘নায়িকা তো ১৪৪কে ১৭৪ বলে…’, সন্দেশখালির মহিলারা হেসে খুন

Sandeshkhali: সন্দেশখালিতে গত দেড় মাস ধরে এত ঘটনা। বসিরহাট সংসদ এলাকার মধ্যে পড়ে এই ব্লক। তবে একদিনও এলাকায় যাননি সাংসদ নুসরত জাহান। এ নিয়ে এলাকার লোকজনের মধ্যে ক্ষোভ রয়েছে। বিভিন্ন সময় তা তাঁরা সংবাদমাধ্যমের সামনে প্রকাশও করেছেন। যদিও ইতিমধ্যেই নুসরতও জানিয়েছেন, দলের নির্দেশ মেনে যা যা করার তা তিনি করেন। তাঁর দল যা করার করছে। 

Sandeshkhali: 'নায়িকা তো ১৪৪কে ১৭৪ বলে...', সন্দেশখালির মহিলারা হেসে খুন
নুসরত জাহানের মন্তব্য নিয়ে খোঁচা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2024 | 5:27 AM

সন্দেশখালি: শেখ শাহজাহান গ্রেফতার হতেই সন্দেশখালিতে যেন উৎসব। নানা রঙের আবির মেখে পথে গ্রামের মেয়ে বউরা। সুযোগ পেলেই শাসকদলকে দিচ্ছে খোঁচা। সম্প্রতি বসিরহাটের সাংসদ নুসরত জাহানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি হয়েছে। সেখানকার পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে নুসরতকে সেখানে বলতে শোনা গিয়েছে, সেখানে ১৭৪ ধারা রয়েছে। এরপর নেটপাড়ায় শুরু ট্রোলিং। এবার সাংসদকে খোঁচা সন্দেশখালির মহিলাদেরও।

বৃহস্পতিবার শাহজাহান গ্রেফতারের পরই সন্দেশখালির বিভিন্ন গ্রামে রং-আবির খেলা শুরু হয়। টিভিনাইন বাংলাকে এক মহিলা বলেন, তাঁরা দারুণ খুশি। তাই হইহই করে রাস্তায় নেমেছেন, আবির খেলছেন। এরপরই তিনি বলেন, “আমরা নায়িকা তো তাই নাচতে বেরিয়েছি। নায়িকারা ১৪৪কে ১৭৪ বলছে। ওনারা তো শেখানো পড়ানো বুলি বলতে পারে। নিজেদের তো সাধারণ জ্ঞান নেই। এতই যদি শিক্ষিত তাহলে ১৪৪ কে ১৭৪ বলত না।”

সন্দেশখালিতে গত দেড় মাস ধরে এত ঘটনা। বসিরহাট সংসদ এলাকার মধ্যে পড়ে এই ব্লক। তবে একদিনও এলাকায় যাননি সাংসদ নুসরত জাহান। এ নিয়ে এলাকার লোকজনের মধ্যে ক্ষোভ রয়েছে। বিভিন্ন সময় তা তাঁরা সংবাদমাধ্যমের সামনে প্রকাশও করেছেন। যদিও ইতিমধ্যেই নুসরতও জানিয়েছেন, দলের নির্দেশ মেনে যা যা করার তা তিনি করেন। তাঁর দল যা করার করছে।