TMCP: তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে পরপর ‘গুলি’, জগদ্দলে উত্তেজনা

Jagaddal: জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ড। তৃণমূল ছাত্র পরিষদের কর্মীর বাড়িতে সোমবার হামলা চালানোর অভিযোগ ওঠে। শ্যামনগর রাহুতা এলাকায় এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। জগদ্দল থানায় অভিযোগ দায়ের হয়।

TMCP: তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে পরপর ‘গুলি’, জগদ্দলে উত্তেজনা
তোষ গড়গড়ির বাড়িতে গুলি চালানোর অভিযোগ উঠেছে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2024 | 8:27 PM

উত্তর ২৪ পরগনা: তৃণমূলের ছাত্র পরিষদ কর্মীর বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল। অভিযোগ রবিবার গভীর রাতে তিনজন হানা দেয় তোষ গড়গড়ি নামে ওই টিএমসিপি কর্মীর বাড়িতে। তিনটে গুলি চালানো হয় বলেও অভিযোগ। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল উঠেছে। যদিও বিজেপির দাবি, কোনওভাবেই তাদের কেউ যুক্ত নয়। তৃণমূলের নিজেদের ঝামেলার ফল বলে দাবি তাদের। জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ড। তৃণমূল ছাত্র পরিষদের কর্মীর বাড়িতে সোমবার হামলা চালানোর অভিযোগ ওঠে। শ্যামনগর রাহুতা এলাকায় এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। জগদ্দল থানায় অভিযোগ দায়ের হয়।

তৃণমূল ছাত্র পরিষদের ওই কর্মী তোষ গড়গড়ি ঘটনার সময় বাড়িতে ছিলেন না। তোষ বলেন, “আমি বাড়িতে ছিলাম না। একজন আমার বাড়িতে এসে চড়াও হয়। এর আগে ও আমাকে লক্ষ্য করে গুলি চালায়। থানায় জানিয়েছিলাম। ও বিজেপি করে, আমি তৃণমূল করি। আমি কিন্তু ওকে ব্যক্তিগতভাবে চিনিও না। এদিকে হুমকি দিত কেসটা তুলে নিতে। এরপর রবিবার এসে আমার বাড়িতে তিনটে গুলি চালায়। আমি ছিলাম না। বাবা ছিল সেখানে। আরেকটু হলেই বাবার পায়ে লাগত।”

এ নিয়ে আতপুরের তৃণমূল ছাত্র নেতা দেবব্রত কর বলেন, “আজ সকালে শুনলাম তোষের বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হয়েছিল। আমরা পুলিশের উপর আস্থা রাখি। জগদ্দল থানায় এফআইআর করা হয়েছে।” যদিও বিজেপির রাজ্য নেতা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে মারছেও তৃণমূল, মরছেও তৃণমূল। তৃণমূলের তোলাবাজি, কাটমানির টাকার কে কত বখরা পাবে তা নিয়ে প্রচুর ঝামেলা। সকলে তা দেখতেও পান। জগদ্দলের বিধায়ক আর ব্যারাকপুরের সাংসদের ঝামেলা তো দেখাই যায়। বিজেপি এসব জায়গা করে না, যদি করে প্রশাসন কী করছে? কম অভিজ্ঞ ছেলে বলে বিজেপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে। বিজেপি কোনওভাবেই যুক্ত না।”