Dengue: ডেঙ্গি মশার লার্ভার খবর দিলেই মিলবে পুরস্কার
Dengue: কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গি সংক্রান্ত সচেতনতা বাড়াতে স্থানীয় ক্লাবগুলির তরফে এই অভিনব প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও কী পুরস্কার দেওয়া হবে, সেই বিষয়টি এখনও জানা যায়নি।
কলকাতা: এবার মশার লার্ভার খবর দিলেই মিলবে পুরস্কার। এমনই এক উদ্যোগ দেখা গেল দক্ষিণ দমদম পুরসভা (South Dumdum Minicipality) এলাকায়। কোনও বাড়িতে ডেঙ্গি (Dengue) মশার লার্ভা রয়েছে কি না, সেই খবর দিলেই মিলবে পুরস্কার। তবে এই ঘোষণা কেবল দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জন্যই। লার্ভার খোঁজ দিলেই পুরস্কার দেবে স্থানীয় ক্লাবগুলি। সচতনতা প্রচারে অংশগ্রহণকারীরা জানাচ্ছেন, কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গি সংক্রান্ত সচেতনতা বাড়াতে স্থানীয় ক্লাবগুলির তরফে এই অভিনব প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও কী পুরস্কার দেওয়া হবে, সেই বিষয়টি এখনও জানা যায়নি। টিভি নাইন বাংলার প্রতিনিধি বিষয়টি দেবাশিস বাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।
উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভা এলাকার একাধিক জায়গায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যার বাড়ছে। ইতিমধ্যেই তিন জন রোগীর মৃত্যু হয়েছে। বিভিন্ন সময়ে এলাকার পৌর প্রতিনিধিরা ঘুরে ঘুরে ডেঙ্গি সংক্রমণ রোধের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তারপরও উদ্বেগ কাটছে না। এমন অবস্থায় এবার দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি দমনে অভিনব উদ্যোগ দেখা গেল। শনিবার সকালে এলাকায় ঘুরে ঘুরে এই নিয়ে প্রচার অভিযানও চালানো হয়। এমন অভিনব উদ্যোগের কথা জানতে পেরে খুশি স্থানীয় বাসিন্দারাও। তাঁরাও স্বাগত জানিয়েছেন এই উদ্যোগকে।
প্রসঙ্গত, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দফতরের। প্রশাসনের তরফে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ফগিং মেশিন দিয়ে মশা তাড়ানোর ধোঁয়া স্প্রে করা, নিকাশি নালায় গাপ্পি মাছ ছাড়ার মতো বিভিন্ন কর্মসূচি চালানো হচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়ানোর জন্য প্রচার অভিযানও চালানো হচ্ছে। আশাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেওয়ার জন্য। কিন্তু এত কিছুর পরেও সামলানো ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ কিছুতেই কমছে না। কিছুদিন আগেই নবান্ন থেকে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী একটি ভার্চুয়াল বৈঠক করেছিলেন ডেঙ্গি পরিস্থিতি নিয়ে। সেই বৈঠকে কলকাতা ও উত্তর ২৪ পরগনার জেলার আধিকারিকরাও উপস্থিত ছিলেন।