Barrackpore City Police: ভরা রাস্তায় পুলিশকে ফেলে ‘পেটালেন’ TMC কাউন্সিলর, যুক্তি দিয়ে বললেন, ‘ও আগে CPM করত পরে BJP…’
Barrackpore City Police: জানা যাচ্ছে লোকসভা ভোটের সময় ভিডিয়োটি ভাইরাল হয়েছিল। নির্বাচনের সময় ব্যানার লাগানো নিয়ে বচসা হয়। অভিযোগ, সেই সময় এসআই-কে মারধর করার অভিযোগ ওঠে কাউন্সিলর রমেশ সাউ-এর বিরুদ্ধে।
ব্যারাকপুর: ফের শাসকের হাতে আক্রান্ত পুলিশ। ব্যারাকপুরে এসআই-কে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কার্যত লাথি, ঘুষি মারতে দেখা যাচ্ছে তাঁকে। ভিডিয়োটি পোস্ট করেছেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তভ বাগচী।
জানা যাচ্ছে লোকসভা ভোটের সময় ভিডিয়োটি ভাইরাল হয়েছিল। নির্বাচনের সময় ব্যানার লাগানো নিয়ে বচসা হয়। অভিযোগ, সেই সময় এসআই-কে মারধর করার অভিযোগ ওঠে কাউন্সিলর রমেশ সাউ-এর বিরুদ্ধে। টিভি ৯ বাংলার কাছে কাউন্সিলর স্বীকার করে জানিয়েছেন, ভোটের সময় ব্যানার লাগানো নিয়ে ঝামেলা হয়েছিল। তারপর বাকবিতন্ডা ও মারামারিতে জড়িয়ে পড়েন তাঁরা।
আরও জানা যাচ্ছে, একজন উর্দি পরা, কর্তব্যরত পুলিশ আধিকারিককে বেধড়ক মারধরের পরও অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করেনি পুলিশ। সূত্রের খবর, দু’পক্ষকে থানায় বসিয়ে তৎকালীন টিটাগড় থানার আইসি মধ্যস্থতা করে মিটিয়ে দেন। প্রশ্ন উঠছে এটাই কি আইনে কাজ? অভিযুক্ত কাউন্সিলর বলেন, “উনি এসে হেলমেট দিয়ে পেটায়। আমার বুকে ধাক্কা মারেন। আমিও ধাক্কা মারি। আসলে উনি সিপিএম করত, তারপর বিজেপি করত। আমায় বটি দিয়ে মারতে এসেছিল। ওরটা দেখলে হবে শুধু?”