Basirhat Fraud Case: চাকরি দেওয়ার নামে ৫৬ লক্ষেরও বেশি ‘টাকা তুলেছিলেন’ স্কুলের অশিক্ষক কর্মী, পরিণতি…

Basirhat Fraud Case: স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, প্রকাশ একটি সরকারি হাই স্কুলের অশিক্ষক কর্মচারী। দীর্ঘদিন ধরে চাকরি পাইয়ে দে‌ওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে প্রকাশের বিরুদ্ধে।

Basirhat Fraud Case: চাকরি দেওয়ার নামে ৫৬ লক্ষেরও বেশি 'টাকা তুলেছিলেন' স্কুলের অশিক্ষক কর্মী, পরিণতি...
বসিরহাটে প্রতারণার অভিযোগে ধৃত
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2022 | 1:31 PM

বসিরহাট: চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ স্কুলের এক অশিক্ষক কর্মীর বিরুদ্ধে। টাকা চাইতে গেলে রেললাইনে ফেলে প্রতারিতকেই পাল্টা ‘মারধর’। পরে বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের হাতে আক্রান্ত অভিযুক্ত। বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে ওই অশিক্ষক কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বসিরহাটের মধ্যমপুর স্টেশন এলাকায়। অভিযুক্তের নাম প্রকাশ মহাজন।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, প্রকাশ একটি সরকারি হাই স্কুলের অশিক্ষক কর্মচারী। দীর্ঘদিন ধরে চাকরি পাইয়ে দে‌ওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে প্রকাশের বিরুদ্ধে। সম্প্রতি বসিরহাটের মধ্যমপুরের বাসিন্দা শচীন ঘোষকে প্রকাশ তাঁর শিকার বানান। চাকরি করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রকাশ শচীনের কাছ থেকে লক্ষাধিক টাকা নেন। কিন্তু দীর্ঘদিন পরও শচীন হাতে নিয়োগপত্র না পাওয়ায় তাঁর সন্দেহ হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, প্রকাশ আরও একাধিকের কাছ থেকে এই প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলেছেন।

জানা গিয়েছে, শচীন এরপর প্রকাশের কাছে টাকা চাইতে যান। অভিযোগ, তাঁকে রেললাইনের ধারে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর তিনি বিষয়টি তাঁর প্রতিবেশীদের জানান।

বুধবার সকালে মধ্যমপুর স্টেশনের কাছে প্রকাশ ট্রেন ধরতে আসতেই প্রতারিতরা প্রকাশের কাছে টাকা চাইলে, তিনি টাকা দিতে অস্বীকার করেন। তখন ওই প্রতারক প্রকাশ মহাজন রেল লাইনের পাথর দিয়ে মেরে প্রতারিত শচীন ঘোষের মাথা ফাটিয়ে দেন বলে অভিযোগ। এরপরই স্থানীয় বাসিন্দারা চটে যান। প্রকাশ মহাজনকে বিদ‍্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। ওই হাই স্কুলের অশিক্ষক কর্মচারীর বিরুদ্ধে একাধিক ব্যক্তির কাছ থেকে মোট ৫৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। প্রকাশের বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ।