Stolen Mobile: বিক্রির বৈধ কাগজ নেই! ভাঙড়ে উদ্ধার ৭০ চোরাই মোবাইল

Bhangar: মোবাইল কেনার জন্য বৈধ কাগজপত্র চেয়েছিল পুলিশকর্মীরা। অভিযোগ মোবাইল দেখালেও সেই সব মোবাইলের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ওই দোকানি।

Stolen Mobile: বিক্রির বৈধ কাগজ নেই! ভাঙড়ে উদ্ধার ৭০ চোরাই মোবাইল
উদ্ধার হওয়া মোবাইল
Follow Us:
| Edited By: | Updated on: Jan 16, 2023 | 7:32 AM

ভাঙড়: ফের মোবাইল উদ্ধারে সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, ভাঙড়ের কালের আইট এলাকার একটি মোবাইলের দোকানে হানা দেয় পুলিশ। ওই দোকান থেকে প্রায় ৭০টি চুরি হওয়া মোবাইল উদ্ধার করেছে ভাঙড় থানার পুলিশ। বেশ কিছুদিন ধরেই ভাঙড় থানায় খবর আসছিল, কালের আইট এলাকার একটি মোবাইলের দোকানে বৈধ কোন কাগজপত্র ছাড়াই মোবাইল বিক্রি করা হচ্ছিল। চোরাই মোবাইল বিক্রির খবর গোপন সূত্রে পেয়ে রবিবার ওই মোবাইলের দোকানে হানা দেয় ভাঙড় থানার পুলিশ। সেখানে গিয়ে মোবাইল কেনার ভান করে পুলিশ। মোবাইল কেনার জন্য বৈধ কাগজপত্র চেয়েছিল পুলিশকর্মীরা। অভিযোগ মোবাইল দেখালেও সেই সব মোবাইলের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ওই দোকানি। বৈধ কাগজপত্র ছাড়া ওই দোকান থেকে ৭০টি মোবাইল উদ্ধার করে পুলিশ। ওই মোবাইলগুলি চুরি গিয়েছিল বলে জানানো হয়েছে পুলিশ সূত্রে। এর পরই দোকানের মালিক হাবিবুল্লাহ মোল্লাকে গ্রেফতার করে পুুলিশ। তাঁর দোকানে থাকা চোরাই মোবাইলগুলিকেও বাজেয়াপ্ত করা হয়।

চুরি যাওয়া মোবাইল ফেরত দিতে তৎপর পুলিশ। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল উদ্ধার করে তা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেন পুলিশকর্মীরা। গত বছরের বহু জায়গা থেকে এ ভাবে মোবাইল উদ্ধার করে সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া হয়েছে। গত বছর ডিসেম্বর মাসেই মালদা জেলা পুলিশের তরফে ৯৫টি মোবাইল সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

গত বছর নভেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের হলদিয়া থানার পুলিশ চুরি যাওয়া মোবাইল ফিরিয়ে দিয়েছিল আসল মালিকদের হাতে। প্রায় ১১৫টি মোবাইল সে বার ফিরিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে ছিল এক পুলিশকর্মীর মোবাইলও। উত্তরবঙ্গেও গত বছর বেশ কয়েক বার এ ভাবে চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত মানুষ।