ফের উত্তপ্ত ভাটপাড়া, হোটেলের সামনে ‘বোমাবাজি’
Bhatpara Bombing: স্থানীয়রা জানাচ্ছেন, ওই এলাকায় একটি হোটেলের সামনে বোমা ছোড়ে দুষ্কৃতীরা।
উত্তর ২৪ পরগনা: ফের ভাটপাড়ায় (Bhatpara) বোমাবাজি। ভাটপাড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বারুইপাড়া এলাকায় বোমাবাজি হয় বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয়রা জানাচ্ছেন, ওই এলাকায় একটি হোটেলের সামনে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। কে বা কারা কী কারণে বোমা ছুড়ল, তার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। তবে এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয় নি। এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ বাহিনী রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শান্ত এলাকা অশান্ত করতেই দুস্কতীরা এই কাজ করেছে।
প্রসঙ্গত ভোট উত্তরোত্তর সময় থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া। সপ্তাহ খানেক আগে ভাটপাড়ার বারুইপাড়া এলাকায় ফের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এলাকায় ব্যাপক বোমাবাজি চলতে থাকে। স্থানীয়দের কথায়, রাত এগারোটার পর থেকে মুড়িমুড়কির মতো এলাকায় বোমা পড়তে থাকে।
আরও পড়ুন: বাংলা-সহ তিন রাজ্যে আরও ৪০ জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
তারও আগে জগদ্দলে অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি হয়। পুলিশের সামনেই অর্জুন সিং অভিযোগ করেন, তাঁকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে। নিজের লোকসভা এলাকায় সাতটি বিধানসভাতেই জয়ের টার্গেট করেছিলেন অর্জুন। আত্মবিশ্বাসের সুর লক্ষ্য করা গিয়েছে গণনার আগের দিন পর্যন্তও। কিন্তু দিনের শেষে হাতে ছিল শুধু ভাটপাড়া আর জগদ্দল। বাকি ৫টি বিধানসভাই তাঁর হাতছাড়া হয়েছে। সবুজ আবিরে কার্যত ধূলিসাৎ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গড়। নির্বাচনের ফল প্রকাশের পরও একাধিকবার উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া।