Bhangar: ভোটের মধ্যে ভাঙড়ে ফের রক্তপাত, TMC-ISF সংঘর্ষে উত্তপ্ত এলাকা

Bhangar: অভিযোগ, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গালিগালাজ করছিল আইএসএফের লোকজন। তৃণমূল কর্মীর তার প্রতিবাদ করাতেই ঝামেলার সূত্রপাত। প্রথমে বচসা। তারপর হাতাহাতি। তৃণমূলের দাবি তাঁদের কর্মীদের ব্যাপক মারধর করেছে আইএসএফের লোকজন।

Bhangar: ভোটের মধ্যে ভাঙড়ে ফের রক্তপাত, TMC-ISF সংঘর্ষে উত্তপ্ত এলাকা
উত্তেজনা এলাকায় Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2024 | 10:31 PM

ভাঙ্গড়: লোকসভা নির্বাচনের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত এলাকা। উভয় পক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের হাতিশালা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলেও জোর চাপানউতোর চলছে। 

প্রসঙ্গত, বিধানসভা ভোট হোক কী পঞ্চায়েত, সাম্প্রতিককালে নির্বাচন এলেই লাগাতার উত্তেজনার ছবি দেখতে পাওয়া গিয়েছে ভাঙড়ে। শেষ পঞ্চায়েত নির্বাচনেও ব্যাপক রক্তপাতের ছবি দেখতে পাওয়া যায়। মৃত্যুর খবরও আসে। এদিকে এবারের লোকসভা ভোটে একেবারে শেষ দফা অর্থাৎ ১ জুন ভোট রয়েছে এখানে। কিন্তু, ভোটের আবহে বিগত সপ্তাহ ধরেই ধীরে ধীরে তপ্ত হচ্ছিল ভাঙড়ের মাটি। চাপা উত্তেজনার খবরই প্রায়শই সামনে আসছিল। এবার ভোটের মুখে সংঘর্ষের খবর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। 

অভিযোগ, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গালিগালাজ করছিল আইএসএফের লোকজন। তৃণমূল কর্মীর তার প্রতিবাদ করাতেই ঝামেলার সূত্রপাত। প্রথমে বচসা। তারপর হাতাহাতি। তৃণমূলের দাবি তাঁদের কর্মীদের ব্যাপক মারধর করেছে আইএসএফের লোকজন। অন্যদিকে পাল্টা তৃণমূলের দিকেই আঙুল তুলছে আইএসএফ। সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন। ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ।