Bongaon: শান্তনুর ফ্লেক্স-পতাকা ছেঁড়ার অভিযোগ, তপ্ত বনগাঁ
Bongaon: বিজেপির তরফ থেকে এই বিষয়ে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাগদা বিজেপির ৪ নম্বর মণ্ডলের সভাপতি সুমন অধিকারী । লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ ।
বনগাঁ: বনগাঁর ট্যাংরাতে বিজেপির ফ্লেক্স ও পতাকা ছিড়ে ফেলার অভিযোগ । অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকার ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের গ্রাম ট্যাংরাতে বৃহস্পতিবার সকালে বিজেপি কর্মীরা লক্ষ্য করতে পারেন, বিজেপির পতাকা ও ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে । বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির ফ্লেক্স ও পতাকা ছিড়ে দিয়েছে।
বিজেপির তরফ থেকে এই বিষয়ে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাগদা বিজেপির ৪ নম্বর মণ্ডলের সভাপতি সুমন অধিকারী । লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ ।
যদিও বিজেপির অভিযোগ মিথ্যা বলে দাবি করেন ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বরূপ বিশ্বাস । তিনি বলেন, “এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস । ওখানে আমাদের পথসভা ছিল প্রচুর কর্মী উপস্থিত ছিল। হেরে যাবে বুঝে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে বিজেপি।”