Bongaon: ১,১৪,০০,০০০ টাকার গাঁজা! তাও ড্রাইভারের সিটের নীচে

Bongaon: গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোর রাতে বনগাঁ থানার ঘটবাওয় গ্রাম পঞ্চায়েতের নেতাজি নগর এলাকা থেকে একটি দশ চাকা লরিতে তল্লাশি চালান পুলিশ কর্মীরা। চালকের সিটের নীচে এই বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়। ওই দশ চাকা লরিটি নেতাজি নগর এলাকায় পাইকপাড়া শুটিয়া রাস্তার ধারে দাঁড়িয়েছিল।

Bongaon: ১,১৪,০০,০০০ টাকার গাঁজা! তাও ড্রাইভারের সিটের নীচে
এই লরিতেই গাঁজা উদ্ধার হয়Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 4:57 PM

বনগাঁ:  নাকা চেকিং চলছিল। তল্লাশি চলছিল চেক পোস্টে দাঁড় করানো লরিতেও। লরির মাল রাখার জায়গাতে তল্লাশি চলে। কিন্তু সেখানে সেরকম কিছু মেলেনি। লরিটি ছেড়েই দিচ্ছিলেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। কিন্তু দুঁদে কর্তাদের নজর পড়ে কেবিনে। সেখানেই সিটের তলায় গামছায় বাঁধা এক পুুটলি। তল্লাশি চালাতে সেখানেই উদ্ধার ‘ধন জহরত’। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার পুলিশ ১২৬৮ কেজি গাঁজা উদ্ধার করল। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৪ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে বনগাঁর নেতাজিনগর এলাকায়।

গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোর রাতে বনগাঁ থানার ঘটবাওয় গ্রাম পঞ্চায়েতের নেতাজি নগর এলাকা থেকে একটি দশ চাকা লরিতে তল্লাশি চালান পুলিশ কর্মীরা। চালকের সিটের নীচে এই বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়। ওই দশ চাকা লরিটি নেতাজি নগর এলাকায় পাইকপাড়া শুটিয়া রাস্তার ধারে দাঁড়িয়েছিল। তবে ওই লরিটি রাস্তার ধারে দাঁড় করানো ছিল। চালক ছিলেন না। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। বাজেয়াপ্ত হওয়া গাঁজা বারাসত জেলা আদালতে পাঠানো হয়েছে বনগাঁ থানার পুলিশের পক্ষ থেকে।

এই বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল। অদূরেই বাংলাদেশ সীমান্ত। সেখানে পাচার করা হচ্ছিল, নাকি সেখান থেকে নিয়ে আসা হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ মনে করছে, এর পিছনে আন্তঃরাজ্য পাচার চক্র জড়িত রয়েছে। খতিয়ে দেখছেন তদন্তকারীরা।