Chandrima Bhattacharya: জাওয়াদ মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার থেকে পুলিশ-প্রশাসন ও পৌরসভা

West Bengal Rains: আজ ভাটপাড়া পৌরসভায় প্রেমচন্দ শতবর্ষ ভবনে আসেন চন্দ্রিমা।

Chandrima Bhattacharya: জাওয়াদ মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার থেকে পুলিশ-প্রশাসন ও পৌরসভা
জাওয়াদ নিয়ে সাংবাদিক বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য
Follow Us:
| Edited By: | Updated on: Dec 03, 2021 | 2:24 PM

উত্তর ২৪ পরগনা: দুর্যোগ যেন পিছু ছাড়ছে না বাংলার। ফের ঘূর্ণঝড়ের পূর্বাভাস মিলেছে। ধেয়ে আসছে জাঁদরেল জওয়াদ। ইতিমধ্যে কলকাতা (Kolkata), উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, ও দুই মেদিনীপুরে জারি হয়েছে অতি বৃষ্টির সতর্কতা। সতর্ক রয়েছে প্রশাসন। নেওয়া হচ্ছে সব রকম প্রস্তুতি অন্তত তেমনটাই দাবি পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আজ ভাটপাড়া পৌরসভায় প্রেমচন্দ শতবর্ষ ভবনে আসেন চন্দ্রিমা। সেখানে প্রয়াত দলীয় নেতা ধরম গুপ্তার স্মরণ সভায় যাওয়ার পাশাপাশি নৈহাটি পুরসভা ভবনের উদ্বোধন করেন তিনি। এদিন, জওয়াদ নিয়ে চন্দ্রিমা বলেন, “কলকাতার পাশাপাশি ভাটপাড়া পৌরসভাও যথেষ্ঠ তৎপর রয়েছে। ইতিমধ্যে ঘূর্ণিঝড় রুখতে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি পৌরসভা যথেষ্ঠ সতর্ক রয়েছে। ঘূর্ণিঝড় নিয়ে একাধিক মিটিং করা হয়েছে। যথেষ্ঠ তৎপর রয়েছে পুলিশ-প্রশাসন।”

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ঝড় ‘জাওয়াদ’। ক্রমাগত শক্তি বাড়াচ্ছে সে। দক্ষিণ-পূর্ব বঙ্গেপসাগর লাগোয়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। হাওয়া অফিস সূত্রে খবর আগামী ১২ ঘণ্টার মধ্যে পরিণত হবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। রবিবার সকালের মধ্যে পৌঁছবে ওড়িশা-অন্ধ্র উপকূলে। তারপর উত্তর-উত্তরপূর্ব অভিমুখে বাঁক নেবে ঘূর্ণিঝড় জাওয়াদ।

বর্তমানে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে জাওয়াদ। আর একধাপ শক্তি বাড়ালেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আজ সারাদিনেই বঙ্গোপসারে আত্মপ্রকাশ হবে তার আবহাওয়াবিদরা এমনটাই জানাচ্ছেন। এর বর্তমান অবস্থান গোপালপুর থেকে সাড়ে আটশ কিলোমিটার ও কলকাতা থেকে হাজার কিলোমিটার দূরে রয়েছে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, রবিবার সকাল নাগাদ এই ঘূর্ণিঝড় অন্ধ্র-ওড়িশ্যা উপকূলে পৌঁছাবে। কিন্তু তারপরে সেখানে সরাসরি ঢুকে যাবে না। একটি বাঁক নেওয়ার কথা রয়েছে। আর এই বাঁক যদি নেয় তাহলে বাংলার সঙ্গে ঘূর্ণিঝড়ের দূরত্ব কমবে। সেই কথা মাথায় রেখেই রবিবার দক্ষিণবঙ্গের সাত জেলায় অতিভারি বৃষ্টির পূর্বাভাস। তার মধ্যে রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া,নদিয়া, মালদা,মুর্শিদাবাদ,বীরভূম,পুরুলিয়া, বাঁকুড়া। বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে।

আর যেহেতু এখন নবান্নের মাস ধান তোলার মাস। যদি বৃষ্টি হয় তাহলে ধান চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: Kolkata Municipal Elections 2021: স্ত্রী তিস্তার ওয়ার্ডেই নির্দল প্রার্থী গৌরব, সমর্থন হিন্দু মহাসভার, বিপাকে বিজেপি

আরও পড়ুন: Kolkata Municipal Election 2021: নির্দল থেকে ফের দলে! প্রার্থীপদ প্রত্যাহার করে রতনের উক্তি, ‘আমি মমতার সৈনিক’

আরও পড়ুন: Maldah TMC Corruption: ১০০ দিনের কাজে ৫০ লক্ষ টাকা পকেটে! কাঠগড়ায় পঞ্চায়েত প্রধান