Child Abuse: পুলিশ আবাসনে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ নির্মাণকর্মীর বিরুদ্ধে
Child Abuse: কী ঘটেছিল বরানগরের পুলিশ কোয়াটারে? নিগৃহীত নাবালিকার মা বলেন, "প্রত্যেক দিনের মতই আমার মেয়ে বিকেলে আবাসনের বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়েছিল।
বরাহনগর, উত্তর ২৪ পরগণা: সময় ও সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছি আমরাও। আমরা প্রযুক্তিকে আপন করে নিয়েছি, জীবন যাত্রার মান হয়েছে অনেক উন্নত। কিন্তু এর মাঝেও সামাজিক অবক্ষয় অব্যাহত। সমাজের সকল আলো আসলে প্রদীপের ওপর দিককার ঔজ্জ্বল্য। যার নিচে জমাট বেঁধে আছে কালো অন্ধকার। লোলুপ দৃষ্টি ছাড় পেল না বরাহনগরের ১০ নাবলিকা। ওই নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। সবথেকে অবাক করার মত খোদ পুলিশ কোয়াটারেই ঘটেছে এই নিগ্রহের ঘটনা। পুলিশ সূত্রে খবর, ওই পুলিশ আবাসনেই আইপিস বাংলো নির্মাণের কাজে কর্মরত এক রাজমিস্ত্রির বিরুদ্ধে ওই নাবালিকার সঙ্গে অভব্য আচরণ করা অভিযোগ উঠেছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত আবাসনের অন্য বাসিন্দারা।
কী ঘটেছিল বরানগরের পুলিশ কোয়াটারে? নিগৃহীত নাবালিকার মা বলেন, “প্রত্যেক দিনের মতই আমার মেয়ে বিকেলে আবাসনের বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়েছিল। কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার পরও মেয়ে না ফেরায় পরিবারের সদস্যরার চিন্তিত হয়ে পড়েন। কিছুক্ষণ পরেই আমার মেয়ে ফিরে আসে। ফিরতে দেরি হল কেন জিজ্ঞেস করায় সে জানায় আবাসনে আইপিএস বাংলো নির্মাণে কর্মরত এক রাজমিস্ত্রি আমার মেয়েকে আবাসনের ছাদে নিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে ওই ব্যক্তি আমার মেয়ের শ্লীলতাহানি করে। মেয়ে যেন কাউকে কিছু না বলে, সেই কথাও মেয়েকে বলে ওই ব্যক্তি।”
নিগৃহীত নাবালিকার মায়ের অভিযোগ, “কোয়াটারে প্রচুর বাচ্চা রয়েছে, তাদের সঙ্গেও আগেই এই ঘটনা ঘটেছে। সমাজ এত নিচে নেমেছে যে ১০ বছররে বাচ্চা মেয়েও রেহাই পাচ্ছে না। সবথেকে অবাক করার মত বিষয় পুলিশ কোয়াটারে এই ঘটনা ঘটেছে। পুলিশ কোয়াটারে যদি এই ধরনের ঘটনা ঘটে তবে মানুষের বিশ্বাস উঠে যাবে। আমরা নিরাপত্তা হীনতায় রয়েছি।” পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবার কাছ থেকে অভিযোগ পেয়ে আবাসনে গিয়ে অভিযুক্ত রাজমিস্ত্রিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন IOCL Fire Update: আতঙ্কের মাঝেই সচল আইওসি, ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ ঘটনাস্থলে মন্ত্রী