Dunlop Accident: ডানলপে মহিলার মাথার উপর দিয়ে চলে গেল লরির চাকা, ভয়াবহ দুর্ঘটনা
Dunlop: উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া নীলগঞ্জ রোডের উপরে একটি স্কুটি করে একজন যুবক ও একজন মহিলা ডানলপের দিকে যাচ্ছিলেন।
বেলঘরিয়া: ডানলপে যাওয়ার পথে বিপত্তি। বেলঘরিয়া নীলগঞ্জ রোডের উপরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত একজন। মৃত একজন। ঘটনার পর ঘাতক লরির চালককে ধরে ফেলে এলাকা বাসিন্দারা। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া নীলগঞ্জ রোডের উপরে একটি স্কুটি করে একজন যুবক ও একজন মহিলা ডানলপের দিকে যাচ্ছিলেন। ঠিক সেইসময় পিছন দিক থেকে আসা একটি লরি তাঁদেরকে ধাক্কা মারে। সঙ্গে-সঙ্গেই তাঁরা স্কুটি থেকে পড়ে যান। স্কুটি থেকে পড়ে যাওয়ার পর মহিলার মাথার ওপর দিয়ে লরির চাকা চলে যায়।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, তিনি ঘটনাস্থলে নিহত হয়েছেন তিনি। এবং অপরজনকে গুরুতর আহত অবস্থায় কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । এরপর স্থানীয় বাসিন্দারা ঘাতক লরিটিকে চালক সমেত ধরে ফেলেন। তাকে মারধর করা হয় বলেও খবর। পরে চালককে বেলঘরিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মদ্যপ অবস্থায় চালক লরিটি চালাচ্ছিল। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
ঘটনার পর যথেষ্ঠ উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘাতক গাড়িটিকে ভাঙচুর করা হয় বলেও জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পৌঁছায় বেলঘরিয়া থানার বিশাল পুলিশবাহিনী সহ র্যাফ। এক প্রত্যক্ষদর্সী বলেন, “আমি উল্টো দিকেই ছিলাম। সামনে থেকে একটি স্কুটি যাচ্ছিল। হঠাৎ পিছন দিক থেকে একটি লরি এসে ধাক্কা মারে স্কুটিটিকে। তখনই স্কুটি থেকে উল্টে পড়ে যান মহিলা। ওনার মাথার উপ দিয়ে চলে যায় স্কুটিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ড্রাইভার মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল বলে এমন দুর্ঘটনা।”
আরও পড়ুন: Nadia Death: সকালে রেল-লাইন থেকে স্বামী, সন্ধেয় বন্ধ ঘর থেকে উদ্ধার স্ত্রী
আরও পড়ুন: College student Harassment: হাত দেখার নাম করে ধর্ষণের চেষ্টার অভিযোগ, পরে শ্রীঘরে ২ সাধুবাবা