Basirhat: জমি নিয়ে বিবাদ, দম্পতিকে ধারাল অস্ত্রের কোপ প্রতিবেশীর

Basirhat: গোটা ঘটনায় গুরুতর জখম হন ওই দম্পতি। পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

Basirhat: জমি নিয়ে বিবাদ, দম্পতিকে ধারাল অস্ত্রের কোপ প্রতিবেশীর
বসিরহাটে ধারাল অস্ত্রের কোপ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2022 | 12:35 PM

বসিরহাট: সমস্যা আজকের নয়। প্রতিদিনের। প্রতিবেশীদের সঙ্গে নিত্যদিন অশান্তি লেগেই থাকত বসিরহাটের বাসিন্দা দম্পতির। কিন্তু তার জেরে এমন ঘটনা ঘটে যাবে কেউ হয়ত বুঝে উঠতে পারেননি।

উত্তর ২৪ পরগনা বসিরহাটের হাড়োয়া থানার হরিপুর গ্রামের ঘটনা। সেখানে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দম্পতিকে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। পরিবার সূত্রে খবর, হাড়োয়া এলাকায় দীর্ঘদিন ধরেই বাস করেন বছর ৪৫ এর মোমিন মোল্লা ও ৪০ এর উজ্জ্বলা বিবি। অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রতিবেশীদের সঙ্গে তাঁদের বিবাদ লেগেছিল। অভিযোগ, এরপর বৃহস্পতিবার প্রতিবেশী রশিদ মোল্লা আচমকাই ওই দম্পতির উপর চড়াও হয়। এমনকী, ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে বলেও অভিযোগ।

গোটা ঘটনায় গুরুতর জখম হন ওই দম্পতি। পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ইতিমধ্যে প্রতিবেশী ওই ব্যক্তির বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে হাড়োয়া থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে নাকি সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

আক্রান্ত দম্পতির ছেলে বলেন, ‘জমি-জমি করে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। গাছ বসাচ্ছিল। আমরা বাধা দিতে যাই বলে আমার মা বাবাকে মেরেছে। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে দিয়েছে।আমার মা এমনই অসুস্থ। তারপর এই ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরেই ওরা এমন অত্যাচার করত। দীর্ঘ পনেরো থেকে কুড়ি বছর ধরে ঝামেলা। আজ নেই কাল নেই জমি নিয়ে অশান্তি করেই চলছিল। এমনকী আমরা টাকাও পাই। সেই টাকাও দেয় না। টাকা চাইতে গেলেও ওরা মারধর করে।’