Snake on Bike: বাইকে সওয়ার বিশালাকার ময়াল সাপ, দেখতে ভিড় উপচে পড়ল
Basirhat: রামেশ্বরপুর গ্রামে বাড়ি জনৈক রামপ্রসাদ দাসের। তিনি দেখেন, তাঁর বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা একটি বাইকে ৬ ফুট লম্বা ময়াল সাপ হাতের ব্রেকের সঙ্গে জড়িয়ে রয়েছে।
বসিরহাট: বাড়ির সামনে দাঁড় করানো ছিল বাইক। সেই বাইকের গায়ে জড়িয়ে থাকল ৬ ফুট লম্বা ময়াল সাপ। বাড়িওয়ালা বাড়ি থেকে বেরিয়ে বাইকে বিশালাকার ওই সাপ থেকে তো চক্ষু চড়কগাছ। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরাও ছুটে আসেন। বিশালাকার ময়াল সাপের বাইকে জড়িয়ে থাকার খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে এলাকার মানুষজন বিশালাকার সাপ দেখতে ভিড় জমান। বিষয়টি নিয়ে ব্যাপক হইচই পড়ে যায় ওই এলাকায়। ইতিমধ্যে খবর গিয়েছিল পুলিশ এবং বন দফতরের কাছে। তার পর বন দফতরের কর্মীরা এসে বাইক থেকে উদ্ধার করে ওই ময়াল সাপকে। কিন্তু কোথা থেকে ময়াল সাপটি সেখানে এল তা নিয়ে তদন্ত করে দেখছেন বন দফতরের আধিকারিকরা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানার অন্তর্গত খোলাপাতা গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর গ্রামে।
রামেশ্বরপুর গ্রামে বাড়ি জনৈক রামপ্রসাদ দাসের। তিনি দেখেন, তাঁর বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা একটি বাইকে ৬ ফুট লম্বা ময়াল সাপ হাতের ব্রেকের সঙ্গে জড়িয়ে রয়েছে। বসিরহাট-বনগাঁ রোডের রাস্তার ধারে রামেশ্বরপুরে এই ঘটনা দেখে অবাক হয়ে যাযন গ্রামবাসীরা। একে একে প্রচুর মানুষ ভিড় জমাতে শুরু করে ঘটনাস্থলে। এর পর খবর যায় বন দফতরে। বসিরহাট রেঞ্জের বন দফতরের আধিকারিকরা গিয়ে ওই ময়াল সাপটিকে খাঁচা বন্দি করে আনেন। সাপটিকে শারীরিক পরীক্ষা করে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিক জয়দেব মণ্ডল।
প্রাথমিক অনুমান, এলাকায় বেশ কয়েকটি কাঠের গোলা রয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে পাহাড়ি অঞ্চল থেকে প্রচুর কাঠের গুঁড়ি ট্রাকে করে এখানে আনা হয়। সেই কাঠের গুড়ির সঙ্গে এই ময়াল সাপটি এসেছে বলে ধারণা। পাশের বাঁশ বাগান খাবারের সন্ধানে সাপটি বেরিয়ে এসেছে কি না তাও তদন্ত করে দেখছে বন দফতরের। রামেশ্বরপুর গ্রামে এসে সাপটিকে উদ্ধার করতে মাটিয়া থানার পুলিশ এবং বনদফতরের রীতিমতো বেগ পেতে হয়। কারণ প্রচুর মানুষ ভিড় জমিয়েছিল সাপ দেখতে। সকলেই সেই সাপের ভিডিয়ো করতে ব্যস্ত ছিল। ভিড় সরিয়ে উদ্ধার করা হয় সাপটিকে।