এবার আক্রান্ত মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী

এবার করোনা (COVID) আক্রান্ত হলেন মধ্যমগ্রামের (Madhyamgram) তৃণমূল প্রার্থী রথীন ঘোষ।

এবার আক্রান্ত মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Apr 28, 2021 | 1:52 PM

উত্তর ২৪ পরগনা: এবার করোনা (COVID) আক্রান্ত হলেন মধ্যমগ্রামের (Madhyamgram) তৃণমূল প্রার্থী রথীন ঘোষ।

গত ২১এপ্রিল তিনি ভ্যাকসিনের সেকেন্ড ডোজ় নেন। তারপর থেকে জ্বর এসেছিল। শরীরে একাধিক উপসর্গ ছিল। গত সোমবার তিনি পরীক্ষা করান, রিপোর্ট পজিটিভ আসে। এই মুহূর্তে তৃণমূল প্রার্থী হোম আইসোলেশনে আছেন।

এরই মধ্যে দক্ষিণ দমদমে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। দক্ষিণ দমদমের ৩১ নম্বর ওয়ার্ডের পল্লিশ্রী এলাকার এক বাসিন্দার মৃত্যু হয় অক্সিজেনের অভাবে। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন ৬৪ বছরের সুমতি ধর। পরীক্ষা করালে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। বাড়িতেই ছিলেন তিনি।

আরও পড়ুন: সামনে থেকেই হুঁশ করে ‘হাওয়া’ অনুব্রতর কনভয়! মেঠো পথের চক্রব্যুহে দিগভ্রান্ত কমিশন

এরপর মঙ্গলবার রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। অক্সিজেনে খোঁজ করেও পাওয়া যায়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এরপর ভোর সাড়ে ৫টা নাগাদ বাড়িতেই মৃত্যু হয় ওই মহিলার। মৃত্যুর পর পরিবারের আরও একটা কঠিন লড়াই। সৎকারের ব্যবস্থা করার জন্যও কাঠ খড় পোড়াতে হয় অনেক। বেশ কয়েক ঘণ্টা হয়ে গেলেও বাড়িতে পড়ে ছিল মৃতদেহ। করোনা আক্রান্তের দেহ এ ভাবে পড়ে থাকায় স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ে এলাকায়।