Minor Harassment: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস থেকে জোর করে গর্ভপাতের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে, গুরুতর অসুস্থ নির্যাতিতা
North 24 pargana: নির্যাতিত যুবতী দেগঙ্গা থানা এলাকার বাসিন্দা। পার্শবর্তী বসিরহাটের হাড়োয়া থানা এলাকার বাসিন্দা অভিযুক্ত যুবকের সঙ্গে তার আলাপ হয় আড়াই বছর আগে।
বসিরহাট: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছিল প্রেমিক। একসঙ্গে সংসার করার স্বপ্নও দেখিয়েছিল তার মাঝে। কিন্তু ভোল বদলে ফেলে যুবতী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়তেই। অভিযোগ, কার্যত জোর করেই গর্ভপাত করে অভিযুক্ত প্রেমিক। যুবতী অসুস্থ হয়ে পড়তে বিষয়টি জানাজানি হয় পরিবার পরিজনদের মধ্যে। পরবর্তীতে তারা লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় থানায়। আপাতত সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নির্যাতিত যুবতী দেগঙ্গা থানা এলাকার বাসিন্দা। পার্শবর্তী বসিরহাটের হাড়োয়া থানা এলাকার বাসিন্দা অভিযুক্ত যুবকের সঙ্গে তার আলাপ হয় আড়াই বছর আগে। মোবাইল মাধ্যমে প্রথমে সাধারণ কথাবার্তা দিয়ে শুরু হলেও পরে তা গড়ায় প্রেম প্রণয় পর্যন্ত। ক্রমে গভীরতা তৈরি হয় তাদের সম্পর্কের। অভিযোগ, এরমাঝেই ওই যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করে অভিযুক্ত। শেষমেশ কিশোরী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সমস্যা ঠাহর করে অভিযুক্ত।
নির্যাতিতা কিশোরীর বক্তব্য, তার প্রেমিক একদিন তাকে জোর করে চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানেই জোর করে তার গর্ভপাত করানো হয় বলে অভিযোগ কিশোরীর। কিন্তু বাড়ি এসে অসুস্থ হয়ে পড়েন ওই যুবতী। তড়িঘড়ি পরিবারের তরফে তাকে নিয়ে যাওয়া হয় হাড়োয়া হাসপাতালে। নির্যাতিতার মামা বলেন, ‘অসুস্থতার কথা জানতে পেরেই আমরা চিকিৎসার ব্যবস্থা করি। আপাতত আমার ভাগ্নি সুস্থ থাকলেও আমরা অভিযুক্ত যুবকের কঠোর সাজা চাই।’
এ দিকে, এই ঘটনার কিছু পরে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।