Murder Case: গলায় বেল্টের ফাঁস লাগিয়ে টিটাগড়ের দুগ্ধ ব্যবসায়ীকে খুন

টিটাগড়ে দুগ্ধ ব্যবসায়ী খুনে ধৃতরা হলেন সুজিত সাউ, মহম্মদ মুরতাজা এবং মহম্মদ ভিকি। এদের আর কয়েক জন সঙ্গীও ঘটনার সঙ্গে জড়িত বলে জানা যাচ্ছে। বিনোদের সঙ্গে মুরতাজাদের দিন কয়েক আগে ঝামেলা হয়েছিল। হাতাহাতিও হয়েছিল বলে জানাতে পেরেছে পুলিশ।

Murder Case: গলায় বেল্টের ফাঁস লাগিয়ে টিটাগড়ের দুগ্ধ ব্যবসায়ীকে খুন
খুনের ঘটনায় ধৃতরা।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 15, 2023 | 2:45 PM

টিটাগড়: ফের খুনের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। এক যুবককে বাইকে করে তুলে নিয়ে নিয়ে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। কোমরের বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃত যুবকের নাম বিনোদ সাউ (৩০)। তাঁর দুধের ব্যবসা ছিল। এলাকাবাসীদের দাবি, বিনোদ খুব পরোপকারী ছেলে। টিটাগড়ের তালপুকুর এলাকায় থাকতেন তিনি। এই খুনের ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে টিটাগড় থানার পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তদের সঙ্গে দিন কয়েক আগে বিনোদের মারামারি হয়েছিল। সেই ঘটনার বদলা নিতেই এই খুন বলে অনুমান পুলিশের। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এ ব্যাপারে আরও বিস্তারিত জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা।

টিটাগড়ে দুগ্ধ ব্যবসায়ী খুনে ধৃতরা হলেন সুজিত সাউ, মহম্মদ মুরতাজা এবং মহম্মদ ভিকি। এদের আর কয়েক জন সঙ্গীও ঘটনার সঙ্গে জড়িত বলে জানা যাচ্ছে। বিনোদের সঙ্গে মুরতাজাদের দিন কয়েক আগে ঝামেলা হয়েছিল। হাতাহাতিও হয়েছিল বলে জানাতে পেরেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিনোদকে বাড়িতে এসে অভিযুক্তরা ডাকে বলে জানা গিয়েছে তাঁর পরিবার সূত্রে। বাইকে করে তাঁকে নিয়ে যায়। অভিযোগ, এর পরই বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে খুন করে বিনোদকে।

এই খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। মৃত যুবকের প্রতিবেশীরা বিনোদের খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন। টিটাগড় পুরসভার স্থানীয় কাউন্সিলর সরজ প্রসাদ ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ নেই বলেই জানিয়েছেন।