Sodepur chaos: ভোর-রাতে বিকট শব্দ! দুষ্কৃতীদের তাণ্ডবে লন্ডভন্ড একাধিক দোকান

North 24 pargana: এই ঘটনার পর এলাকায় ব্যবসায়ীদের মধ্যে যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে।

Sodepur chaos: ভোর-রাতে বিকট শব্দ! দুষ্কৃতীদের তাণ্ডবে লন্ডভন্ড একাধিক দোকান
লন্ড-ভন্ড দোকান
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2021 | 1:58 PM

সোদপুর: ভোর রাতে দুষ্কৃতীদের তাণ্ডব সোদপুরে। পরপর তিনটি দোকানে ভাঙচুর চালায় তারা। শুধু তাই নয় আগ্নেয়াস্ত্র দেখিয়ে রীতিমত লুঠপাট চালায় তারা।

ঘটনাস্থান সোদপুরের (Sodepur) রাসমণির মোড়। এলাকায় এসে আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাপক তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, এলাকার পরপর তিনটি দোকানে ভাঙচুর চালায় তারা।

তবে দোকানের শাটার ভাঙার সময় আওয়াজে এলাকার মানুষজন জেগে গেলে দুষ্কৃতীদের তারা করে। দুষ্কৃতীরা সেই সময় পালিয়ে যায়। এই ঘটনার পর এলাকায় ব্যবসায়ীদের মধ্যে যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে। সকাল থেকে এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন।

ঘটনাস্থলে খবর পেয়ে আসে খরদহ থানার পুলিশ। কেন বারবার সোদপুর অঞ্চলে এরকম ধরনের দুষ্কৃতী তাণ্ডব চালাচ্ছে এই নিয়ে প্রশ্নের মুখে পুলিশি ব্যবস্থা। তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি খড়দহ থানার পুলিশ।

এক ব্যবসায়ী বলেন, “গতকাল রাতে কয়েকজন দুষ্কৃতী আমাদের দোকানে চড়াও হয়। দোকান ভাঙচুর করে। ওদের কিছু বলতে গেলে আগ্নেয়াস্ত্র দেখায় আমাদের। এই অবস্থা চলতে থাকলে আমাদের ব্যবসা বন্ধ করতে হবে। এদিকে দোকান না চালালে খাব কী? পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে আমাদের ব্যবসায়ী সমিতিকে আলোচনায় বসতে হবে।”

এদিকে, কয়েকদিন আগে নিজেদের প্রাণ বাজি রেখে ডাকাতি রোখেন দুই সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। রানা দত্ত ও দেবারুণ দত্ত নামে দুই সিভিক ভলান্টিয়ারের মার খেলেন, মাথা ফাটল। তবু সম্পূর্ণ নিরস্ত অবস্থায় ডাকাতি রুখলেন তাঁরা। এখন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন তাঁরা। দুই সিভিক ভলান্টিয়ারের সাহসিকতার জন্য তাঁদের ভূয়সী প্রশংসা করছেন এলাকাবাসী।

বলাগড়ের জিরাট। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই থানার সিভিক ভলান্টিয়ার রানা দত্ত ও দেবারুণ চক্রবর্তী জিরাটস্টেশন রোডে ইউকো ব্যাঙ্কে নাইট ডিউটিতে ছিলেন। মঙ্গলবার রাত তখন গভীর। একটি সোনার দোকানের সাটার ভাঙার আওয়াজ পান দুই সিভিক ভলান্টিয়ার। তাঁরা দেখেন, সাটার কাটার তোড়জোড় শুরু করেছে দুষ্কৃতীরা। ঝাঁপিয়ে পড়ে ডাকাতদলকে বাধা দেন দুই সিভিক ভলান্টিয়ার। এদিকে কাজে ব্যাঘাত ঘটায় দুষ্কতীরা সিভিক ভলেন্টিয়ারদের ওপর চড়াও হয়। শুরু হয় মারধর। মারের চোটে রানা দত্ত নামে সিভিক ভলেন্টিয়ার মাথা ফাটে। বাঁশ দিয়ে তাঁর মারতেই সেখানেই বসে পড়েন তিনি। তাঁর মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। অন্যদিকে দেবারুণের কাঁধে চোট লাগে।

আরও পড়ুন: Gujarat Drug Case: জঙ্গি দমন শাখার হাতে গ্রেফতার তিন, উদ্ধার কয়েক কোটি টাকা মূল্যের ১২০ কেজি মাদক