‘ভাঙা সংসার জোড়া লাগল,’ মুকুলের তৃণমূলে ‘ঘরওয়াপসি’তে মিষ্টিমুখ প্রতিবেশীদের
"দীর্ঘ দিনের অপেক্ষার আজ অবসান হল। মুকুল বিজেপি-তে চলে যাওয়ায় মনের মধ্যে একটা কষ্ট ছিল। আজ খুশির দিন। ঘরের ছেলে ঘরে ফিরল। পুরানো ভাঙা সংসার আবার জোড়া লাগল।''
উত্তর ২৪ পরগনা: ২০১৭ সালে ২৫ সেপ্টেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন মুকুল রায়। ১১ জুন ২০২১ আবার সেই পুরনো দলে ফিরতে চলেছেন বিজেপি নেতা মুকুল রায়। আর এই খবর পেয়ে কেঁদে ফেললেন মুকুল রায়ের এক প্রতিবেশী। তেমনই মিষ্টিমুখ করতে দেখা গেল তাঁদের।
বাড়ির পাশেই থাকেন হেভিওয়েট বিজেপি নেতা। তাঁর আবারও তৃণমূলে প্রত্যাবর্তনের খবরে কী বলছেন প্রতিবেশীরা? বৃদ্ধা আলোরানি দাসের কথায়, “দীর্ঘ দিনের অপেক্ষার আজ অবসান হল। মুকুল বিজেপি-তে চলে যাওয়ায় মনের মধ্যে একটা কষ্ট ছিল। আজ খুশির দিন। ঘরের ছেলে ঘরে ফিরল। পুরানো ভাঙা সংসার আবার জোড়া লাগল।” এরপর প্রতিবেশী আলোরানি কেঁদে ফেললেন আনন্দে।
একই আনন্দ অন্যান্য প্রতিবেশীর মধ্যেও। নিজেদের মধ্যেই মিষ্টি খাওয়া বেঁটে খাচ্ছেন তাঁরা। সবার চোখ এখন টিভি সেটের দিকে। তৃণমূল ভবনে এদিন কী হয় তাই নিয়ে অধীর অপেক্ষায় তাঁরা।
আরও পড়ুন: মহাপঞ্চমীর এক সকালে বলেছিলেন ‘তৃণমূল ছাড়ছি’! আজ বাদলবেলায় তৃণমূল ভবনে সেই মুকুল রায়
এদিকে এদিন মুকুল রায় প্রসঙ্গে আজ বারাসতে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, এটা দলের সর্বোচ্চ নেত্রীর বিষয়। নিশ্চয়ই ভাল কিছু চিন্তা করে তাঁকে আবার দলে ফেরানো হচ্ছে। পরবর্তীতে তাঁকে কীভাবে কাজ করান হবে, সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে রথীনবাবু জানান, যোগ দেওয়ার পরেই তাঁর পথ ঠিক করা হবে।