অশ্লীল ভিডিয়ো দেখিয়ে কিশোরীকে ‘যৌন নির্যাতন’, অভিযুক্তের বাড়ি ভাঙচুর
Nimta: বুধবার ওই কিশোরীর বাবা-মায় বাড়িতে ছিলেন না। সেই সুযোগে বাড়িতে কিশোরীর বাড়িতে যান বছর পঞ্চান্নর গোপাল দে।
নিমতা: কিশোরীকে অশ্লীল ভিডিয়ো দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ এক প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা নিমতার বড় ফিঙ্গে তেঁতুলতলা এলাকায়। অভিযোগ দায়ের হয়েছে নিমতা থানায়।
স্থানীয় সূত্রে খবর, বুধবার ওই কিশোরীর বাবা-মায় বাড়িতে ছিলেন না। সেই সুযোগে বাড়িতে কিশোরীর বাড়িতে যান বছর পঞ্চান্নর গোপাল দে। কিশোরীকে অশ্লীল ভিডিয়ো দেখিয়ে তাকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। গোটা বিষয়টি কিশোরীর ভাই বাইরে থেকে দেখে ফেলে প্রতিবেশীদের জানান।
তবে প্রতিবেশীরা জড়ো হওয়ার আগেই সুযোগ বুঝে এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত গোপাল দে। উত্তেজিত প্রতিবেশীরা অভিযুক্ত গোপাল দের বাড়ি ভাঙচুর করেন। নিমতা থানায় অভিযোগ দায়ের হয়েছে। সকাল পর্যন্ত অভিযুক্তের খোঁজ পায়নি পুলিশ। অভিযুক্তের পরিবারের সদস্যরাও এ ব্যাপারে কিছু বলতে চাইছেন না। নিমতা থানার পুলিশ জানিয়েছে, এলাকায় উত্তেজনা ছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ওই কিশোরীর মেডিক্যাল টেস্ট করা হবে। তবে স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিকবার ওই প্রৌঢ়ের বিরুদ্ধে এহেন অশালীন কাজের অভিযোগ উঠেছে। আরও পড়ুন: রাতভর বৃষ্টি, ভাসছে জেলা থেকে শহর! নিম্নচাপের বর্তমান ‘স্ট্যাটাস’ কী? জানাল আলিপুর দফতর