Death: সপ্তমীর সকালে বাস থেকে পড়ে মৃত্যু ব্যক্তির!

Accident: চলন্ত বাস থেকে খালাসী পা পিছলে পড়ে যায়

Death: সপ্তমীর সকালে বাস থেকে পড়ে মৃত্যু ব্যক্তির!
পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর (প্রতীকী ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2021 | 11:32 AM

আমডাঙা: পুজোর দিনে বাস থেকে পড়ে গিয়ে মৃত্যু হল ব্যক্তির। ঘটনাটি আমডাঙার (Amdanga) আওয়াল সিদ্ধি এলাকার।  খবর পেতেই শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারের তরফে।

জানা গিয়েছে, আজ ভোর নাগাদ যাত্রী বোঝাই একটি বাস কোচবিহার (Coochbehar) থেকে কলকাতার (Kolkata) দিকে যাচ্ছিল। সেই সময় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর চলন্ত বাস থেকে খালাসী পা পিছলে পড়ে যায়। ঘটনায় গুরুতর আহত হন তিনি। তাঁকে তৎক্ষণাত উদ্ধার করে আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত খালাসীর নাম কার্তিক গোঁসেল। ঘটনাস্থানে পৌঁছায় আমডাঙা থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখে তারা।

গাড়ির কনডাক্টর সুশান্ত মিত্র বলেন, “আমি টিকিট কাটার জন্য ভিতরে গিয়েছি। তখন হঠাৎ দেখি বাস থেকে পড়ে গিয়েছে গাড়ির খালাসী। আমরা হাসপাতালে নিয়ে যাই।  ইতিমধ্যে ওঁর বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, পুজোর দিনে জোড়া পথ দুর্ঘটনা (Accident) জেলায়। গতি যেন একের পর প্রাণ কেড়ে নিয়েই চলছে। তবুও সচেতন হচ্ছেন না মানুষজন। গতকাল উত্তর ২৪ পরগণায় পরপর দুটি দুর্ঘটনা ঘটে। অশোক নগরের কল্যাণ মোড়ের কাছে। দমকল অফিসের সামনে একটি লরির সঙ্গে সাইকেলের ধাক্কা লাগে। ঘটনাস্থানেই মৃত্যু হয় সাইকেল আরোহী।

জানা গিয়েছিল, মৃতের নাম শংকর সিনহা। তাঁর বাড়ি অশোকনগর কল্যাণগড় 11 নম্বর ওয়ার্ডে। পালিয়ে যায় লরি ড্রাইভার। পরে স্থানিয বাসিন্দারা গিয়ে অশোকনগর শেরপুর মোর সংলগ্ন এলাকায় থেকে ধরে ফেলে ঘাতক গাড়িটিকে । স্থানীয়রা শংকর বাবুকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। এরপর এলাকা ভাঙচুর চালায় জনগণ।

পরের ঘটনাটি হাবড়ার (Habra)। উত্তর 24 পরগনার (North 24 pargana) হাবড়া (Habra Thana) থানার বুধোরহাটি মোড় এলাকায় বাইক ও একটি গভমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল (Goverment of west Bengal) এর গাড়িতে মুখোমুখি সংঘর্ষ আহত 2 বাইক আরোহী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে দুরন্ত গতিতে দুই বাইক আরোহী হাবড়া ( Habra) থেকে কাশিপুরে (Kasipur) দিকে যাচ্ছিল। যাওয়ার পথে হঠাৎই খেজুর তলা মোড় এলাকায় একটি সামনের দিক থেকে আসা গভমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড লাগানো পার্সোনাল গাড়িতে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে বাইকে থাকা দুইজন ছিটকে গিয়ে পড়ে যায়।

উল্লেখ্য, প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা। দেশে প্রতিবছরই প্রায় দেড় লক্ষ মানুষের মৃত্যু হয় পথ দুর্ঘটনায় (Road Accident)। বিগত পাঁচ বছর ধরে এমনই পরিসংখ্য়ান রয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রক(Union Ministry of Road Transport and Highways)-র কাছে। দেশে পথ দুর্ঘটনা এবং তার জেরে মৃত্যু কমাতেই এ বার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফে ৭,২৭০ কোটি টাকার রাজ্য সহায়তা প্রকল্পের সূচনা করা হচ্ছে, যা মাধ্যমে পথ দুর্ঘটনা কমানোর চেষ্টা করা হবে।

আরও পড়ুন: Durga Puja 2021: ষষ্ঠীর রাতে পুজোমণ্ডপে আচমকা ‘হামলা’, আশঙ্কায় নিহত অভিজিতের পরিবার!