Belgharia: কামারহাটি থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বেলঘরিয়ার যুবক
Belgharia: পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম শুভঙ্কর ভৌমিক ওরফে শুভ,ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দু রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
কামারহাটি: কামারহাটি পৌরসভার নির্দল কাউন্সিলর ঘনিষ্ঠ এক যুবকের বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। ওই যুবককে গ্রেফতার করল বেলঘড়িয়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, বুধবার বেলঘরিয়া থানার পুলিশ যতিন দাস নগর এলাকা থেকে গ্রেফতার করে অভিযুক্তকে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম শুভঙ্কর ভৌমিক ওরফে শুভ,ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দু রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুভঙ্কর ভৌমিক নামে ওই যুবক আগ্নেয়াস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত। ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। এদিকে, আগ্নেয়াস্ত্র সহ কাউন্সিলর ঘনিষ্ঠ যুবকের গ্রেফতারির ঘটনায় নড়েচড়ে বসেছে বিজেপি নেতৃত্ব। স্থানীয় সূত্রে খবর, ধৃত শুভঙ্কর কামারহাটি পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ রায় চৌধুরী ঘনিষ্ঠ। তবে টিভি ৯ বাংলা সোমনাথবাবুর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
বিজেপি নেতা কিশোর কর বলেন, “কামারহাটির বিধায়ক কালারফুল বয় মদন মিত্র এই সমস্ত ব্যক্তিদের প্রশ্রয় দিচ্ছে বলেই এই ধরনের ঘটনা ঘটেই চলেছে।” অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারির দাবি পুলিশের কাছে জানিয়েছে বিজেপি।