Arjun Singh: ভোরবেলা যায় নোটিস, অর্জুন ‘না’ করতেই সোজা বাড়িতে পৌঁছে যায় পুলিশ, প্রকাশ হয়েছে CCTV ফুটেজও
Arjun Singh: এদিন ভোর ৪ টেয় নোটিস যায় অর্জুন সিং-এর বাড়িতে। সকাল ১০টায় জগদ্দল থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে।

ব্যারাকপুর: ভর সন্ধ্যায় বুধবার ব্যাপক গুলি-বোমার শব্দ শোনা গিয়েছে বিজেপি নেতা অর্জুন সিং-এর বাড়ির সামনে। প্রাক্তন সাংসদের দাবি, তিনি কিছু বুঝে ওঠার আগেই এসব হয়েছে। তাঁর বাড়ির বাইরে একাধিক দুষ্কৃতী পরপর সাত রাউন্ড গুলি চালিয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। তবে সেই ঘটনায় বৃহস্পতিবার ভোরে অর্জুনকেই তলব করে পুলিশষ
সূত্রের খবর, এদিন ভোর ৪ টেয় নোটিস যায় অর্জুন সিং-এর বাড়িতে। সকাল ১০টায় জগদ্দল থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু অর্জুন সিং জানিয়ে দেন, তাঁর পক্ষে এদিন যাওয়া সম্ভব নয়। তিনি জানান, এদিন তাঁর অনেক মিটিং আছে, দলের কাজ আছে, তাই তিনি যাবেন না।
এরপর বিকেলে অর্জুনের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। অর্জুন সিং-কে এক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর চলে যায় পুলিশ। জগদ্দলের গুলি-বোমা কাণ্ডের জন্য এদিন প্রায় এক ঘণ্টা অর্জুন সিং-কে জিজ্ঞাসাবাদ করে জগদ্দল থানার পুলিশ। তবে কী নিয়ে প্রশ্ন করা হল, তা বলতে চাননি ওসি মধুসূদন মণ্ডল। অর্জুন সিং-কে জিজ্ঞাসাবাদের কথা স্বীকার করেছেন জগদ্দলের এসিপি অভিষেক বোলিয়া।
তবে পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজ নিয়ে বিতর্ক ছড়িয়েছে। অর্জুন সিং প্রশ্ন তুলেছেন, কেন পুলিশ CCTV ফুটেজ কিছুটা বাদ দিয়ে প্রকাশ করল! তিনি জানিয়েছেন সবটা আদালতে বুঝে নেবেন তিনি। বুধবারের ঘটনার জন্য তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দিকে আঙুল তুলেছেন অর্জুন সিং।





