RG Kar: ‘মৃতার মা জানিয়েছেন পুলিশের এক উচ্চ-পদস্থ কর্তা ওঁদের টাকার অফার করেছে’,জানালেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী
RG Kar: চিকিৎসক সুবর্ন গোস্বামী বলেন, "পরিবার ক্ষিপ্ত যে হাসপাতাল কর্তৃপক্ষ ফোন করে জানান প্রথমে মেয়েটি আত্মহত্যা করেছেন। সেটা ওঁরা কোনও ভাবেই মেনে নিতে পারছেন না। নিশ্চয়ই হাসপাতাল কর্তৃপক্ষের ধামাচাপা দেওয়ার কোনও বিষয় রয়েছে নয়ত ওরা কেন আত্মহত্যার কথা বলেছিল?"
পানিহাটি: ‘খুন করা হয়েছে মেয়েকে’ আগেই অভিযোগ করেছিলেন আরজি কর-কাণ্ডে নির্যাতিতার মা। তদন্ত শুরু হতেই অভিযোগ উঠল, মহিলা চিকিৎসককে যৌন নিগ্রহ করে খুন করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার এক অভিযুক্তও। রবিবার মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরামের সদস্যরা। সেখান থেকে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বিস্ফোরক দাবি করলেন। জানালেন মৃতার মা তাঁদের জানিয়েছেন, কেসটি ধামাচাপা দিতে পুলিশের এক উচ্চ-পদস্থ আধিকারিক তাঁদের টাকার অফারও করেছিলেন।
চিকিৎসক সুবর্ন গোস্বামী বলেন, “পরিবার ক্ষিপ্ত কারণ হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে ফোন করে জানান মেয়েটি আত্মহত্যা করেছেন। সেটা ওঁরা কোনও ভাবেই মেনে নিতে পারছেন না। নিশ্চয়ই হাসপাতাল কর্তৃপক্ষের ধামাচাপা দেওয়ার কোনও বিষয় রয়েছে, নয়ত ওরা কেন আত্মহত্যার কথা বলেছিল? শুধু তাই নয়, মৃতার মা এটাও বলছেন, পুলিশের একজন পদাধিকারী ওনাদের টাকা-পয়সা অফার করেছিলেন। যা শুনে আমরা তাজ্জ্বব বনে গেলাম। ধামাচাপা দেওয়ার না থাকলে টাকার অফার কেন করবেন? মৃতা মা এও আমাদের জানালেন, মেয়েটির তখন সৎকারও হয়নি সেই সময় টাকা পয়সা অফার করা হয়েছে।”
চিকিৎসক সুবর্ন গোস্বামী আরও বলেন, “বাড়ির লোক গণধর্ষণের কথা বলছেন। এই ঘটনা একা করা সম্ভব নয়। এমনকী মেয়েটি যে গাড়ি ব্যবহার করত চেপে দিয়ে নষ্ট করা হয়েছে ঘটনার আগের দিন।”