Sandeshkhali: ‘দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না’, সন্দেশখালির মহিলাদের সাবধানবাণী মমতার
Sandeshkhali: উপভোক্তাদের হাতে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা প্রদান। সোমবার ১২৩ কোটি টাকা খরচ করে ৬৬ প্রকল্পের উদ্বোধন হয়। বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী।
সন্দেশখালি: বছর শেষে সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিশন মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ। তাঁকে সামনে পেয়ে এলাকার সমস্যার কথা জানাতে চান মহিলারা। সন্দেশখালিতে দাঁড়িয়ে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী। কী কী বললেন, দেখুন একনজরে…
Key Highlights
- একাধিক প্রকল্পের সুবিধা প্রদান: উপভোক্তাদের হাতে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা প্রদান। সোমবার ১২৩ কোটি টাকা খরচ করে ৬৬ প্রকল্পের উদ্বোধন হয়। বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী। আর ৪২ টি প্রকল্পের সূচনা হয়েছে।
- সন্দেশখালিতে একাধিক প্রকল্পের উদ্বোধন: আমরা স্বাস্থ্য় সাথী কার্ডে মহিলাদের হেড করেছি। বিভিন্ন ক্যাম্প থেকে ২০ হাজার লোকের কাছে প্রকল্পগুলোর পরিষেবা পৌঁছে যাবে। সন্দেশখালিতে যে প্রকল্পগুলোর উদ্বোধন হল, তার মধ্যে বাঁধ, সুস্বাস্থ্যকেন্দ্র, রাস্তা, জল সংশোধনাগার-সহ একাধিক বিষয় রয়েছে। সন্দেশখালির ২ নম্বর ব্লকে ঝুপখালিতে বাড়মাজুর ১ নম্বর ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে।
- জেলায় নতুন সাব ডিভিশন: জেলাতেও নতুন সাব ডিভিশন হবে। অনেক দূর থেকে যেতে হয়। তাই কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য নতুন সাব ডিভিশন। ২৩ হাজার কোটি টাকা এই জেলাকে দেওয়া হয়েছে।
- গ্রামীণ হাসপাতালের সংখ্যাবৃদ্ধি: সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে শয্যার সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৬০ করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
- ‘বাংলার বাড়ি’তে ঘর প্রদান: বাংলার বাড়িতে তিন বছরে ৪৭ লক্ষ বাড়ি তৈরি করেছি। শুধু রাজ্য সরকারের টাকায়। ২৮ লক্ষ মানুষের নাম এসেছিল। যাঁরা সত্যিই গরিব। তাঁদের মধ্যে ১২ লক্ষ মানুষের কাছে ৫০ শতাংশ মানুষের টাকা ব্যাঙ্কের মাধ্যমে পৌঁছে গিয়েছে। বাকি টাকা ৬ মাসের মধ্যে পেয়ে যাবে। বাকি ১৬ লক্ষ বাড়ির ব্যবস্থা দেড় বছরের মধ্যে করে দেব। এই জেলাতে ৫৬ হাজার মানুষ বাড়ি পেয়েছে।
- জীবনভর বিধবা ভাতা: বিধবা ভাতা কেবল ৬০ বছর পর্যন্ত নয়। জীবনভর পাবেন। মা বোনেদের জীবন যন্ত্রণা থেকে বাঁচতে লক্ষ্মীর ভান্ডার।
- বদলে যাবে স্টার থিয়েটারের নাম: নতুন বছরে স্টার থিয়েটারের নাম বদলে যাচ্ছে। আমি মেয়রকে বলেছি স্টার থিয়েটারের নাম বদলে আমরা বিনোদিনী করব। তার কারণ এটাও মা-বোনেদের সম্মান জানানোর জন্য।
- দুয়ারে সরকার: জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত দুয়ারের সরকারের কাজ করবে।
- সন্দেশখালি নামের ব্যাখ্যা: আমি কথা কম বলি, আজেবাজে ভাষণ দিই না। যেটুকু বলি, সেটা করি। কটু কথা বলার, কুৎসা রটানোর অভ্যাস আমার নেই। পরিষ্কার বলি। সন্দেশখালি নামটাই সন্দেশের সঙ্গে যুক্ত। আপনাদের এখানে কি সন্দেশ পাওয়া যেত বেশি? কী সন্দেশ পাওয়া যায়? সন্দেশখালিতে আমরা চাইব আরও সন্দেশের দোকান আসুক। কিছু ক্লাস্টার তৈরি হোক, সেটাই চাই। তাই সেল্ফ হেল্প গ্রুপের মহিলারাও কাজ পাবেন।
- মমতার সাবধানবাণী: আমরা যে স্কিমগুলো দিচ্ছি, তার জন্য কাউকে কোনও টাকা দেওয়ার দরকার নেই। এটা সরকারি স্কিম। কোনও পয়সা কাউকে সরকারি স্কিমের জন্য দেবেন না। আপনার অধিকার, আপনাকে দেওয়া হচ্ছে।
- কাস্ট সার্টিফিকেটের সমস্যা: এখানে কাস্ট সার্টিফিকেটের সমস্যা আছে। সেগুলো দুয়ারে সরকারের মাধ্যমে যাতে পায়, তার ব্যবস্থা করা হবে। লক্ষাধিক নিয়োগ আটকে রয়েছে, ওবিসির জন্য।
- দুষ্টু লোকের খপ্পরে না পড়ার পরামর্শ: সকলে মিলেমিশে থাকবেন। কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মহিলাদের বলছি কেউ ডাকলে চলে যাবেন না। কোনও মেয়েরা কেউ ডাকলে, চলে যাবেন, তা করবেন না। আপনাদের অধিকার নিজস্ব। যদি কেউ ভুল বোঝায়, জানি এখানে টাকার অঙ্কের খেলা হয়েছে। দেখলেন তো সবই ভাওতা। যা হয়েছে, হয়েছে, আমি ভুলে গেছি। মনে রাখতে চাই না। আমি চাই সন্দেশখালির মেয়েরা এক নম্বর স্থানে আসুক।
- বামফ্রন্টকে কটাক্ষ: যে বামফ্রন্ট এত অত্যাচার করেছে, তারা বড় বড় কথা বলতে শুরু করেছে। মিথ্যা কথায় ভুলবেন না। সন্দেশখালিতে একটা ঘটনা ঘটলে, আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে। আমি মানুষের পাহারাদারির কাজ করি। কেউ বিপথে পরিচালিত হবেন না। টাকা আসবে, চলে যাবে। সম্মান কখনও চলে যাবে না।