Seikh Sahajahan Arrest: শাহজাহান গ্রেফতারির পর ইডি-র কোর্টে বল ঠেলল পুলিশ

Seikh Sahajahan Arrest: এডিজি স্পষ্ট ভাষা বলেন, "সংবাদ মাধ্যমে লাগাতার বলা হয়েছে পুলিশ ইচ্ছাকৃত ভাবে শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি স্পষ্টত বলতে চাই এটা ভুল,অপপ্রচার। আইনি বাধ্যবাধকতা ছিল।" এরপরই তাঁর প্রশ্ন, "রাজ্য পুলিশের উপর আইনি বাধ্য-বাধ্যকতা ছিল ঠিকই। ইডির উপর ছিল না। তারপরও তাঁরা কেন শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি?"

Seikh Sahajahan Arrest: শাহজাহান গ্রেফতারির পর ইডি-র কোর্টে বল ঠেলল পুলিশ
এডিজি দক্ষিণবঙ্গImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 29, 2024 | 11:41 AM

সন্দেশখালি: কেন গ্রেফতার করা যাচ্ছে না তৃণমূল নেতা শেখ শাহজাহানকে? এই নিয়ে প্রশ্ন উঠছিল। রাজ্য পুলিশকে কাঠগড়ায় তুলছিল বিরোধীরা। বিজেপি-সিপিএম-কংগ্রসে একযোগে সকলের অভিযোগ ছিল, পুলিশের ছত্র-ছায়াতেই লুকিয়ে রয়েছেন শাহজাহান। তবে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এডিজি দক্ষিণবঙ্গ জানালেন, গতকাল রাতেই গ্রেফতার হয়েছেন শাহজাহান। আজ তাঁকে তোলা হবে বসিরহাট আদালতে। তবে পুলিশের উপর ওঠা অভিযোগ নিয়ে আজ মুখ খোলেন এই পুলিশ আধিকারিক। ইডি-র কোর্টে বলও ঠেলে দেন তিনি। প্রশ্ন তোলেন, “ইডি কেন শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি।”

এডিজি স্পষ্ট ভাষা বলেন, “সংবাদ মাধ্যমে লাগাতার বলা হয়েছে পুলিশ ইচ্ছাকৃত ভাবে শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি স্পষ্টত বলতে চাই এটা ভুল,অপপ্রচার। আইনি বাধ্যবাধকতা ছিল।” এরপরই তাঁর প্রশ্ন, “রাজ্য পুলিশের উপর আইনি বাধ্য-বাধ্যকতা ছিল ঠিকই। ইডির উপর ছিল না। তারপরও তাঁরা কেন শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি?”

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় ন্যাজোট থানা মামলা রুজু হয়। তবে তদন্ত শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই উচ্চ-আদালতে ইডির তরফে সেই তদন্তের উপরে স্থগিতাদেশ চাওয়া হয়। সেই আর্জি আদালত মঞ্জুর করে। এরপর দিন দু’য়েক আগে যখন আদালত বলে জানায় গ্রেফতারির উপরে কোনও স্থগিতাদেশ নেই। তারপরই জোর কদমে তল্লাশি চালানো হয়।