Sheikh Shajahan: ‘আগামী ১০ বছর আপনাকে ব্যস্ত থাকতে হবে’, শাহজাহানের আবেদন শুনলেনই না প্রধান বিচারপতি
HC On Sheikh Shajahan: কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম স্পষ্ট জানিয়ে দিলেন কোনও সমবেদনা নেই। শাহজাহানের আবেদন শুনলই না কলকাতা হাইকোর্ট। শাহজাহানের আইনজীবীকে প্রধান বিচারপতির মন্তব্য, "আগামী ১০ বছর আপনাকে ব্যস্ত থাকতে হবে।"
সন্দেশখালি: গ্রেফতার শেখ শাহজাহান। বসিরহাট আদালত তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এরপরই হাইকোর্টের দ্বারস্থ শেখ শাহজাহান। কিন্তু কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম স্পষ্ট জানিয়ে দিলেন কোনও সমবেদনা নেই। শাহজাহানের আবেদন শুনলই না কলকাতা হাইকোর্ট। শাহজাহানের আইনজীবীকে প্রধান বিচারপতির মন্তব্য, “আগামী ১০ বছর আপনাকে ব্যস্ত থাকতে হবে।”
শাহজাহানের আইনজীবী বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। শাহজাহানের গ্রেফতারির খবর তিনি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে জানান। তারপরই প্রধান বিচারপতির অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য। শাহজাহানের বিরুদ্ধে এই মুহূর্তে ৪৩ টি মামলা রয়েছে। সেক্ষেত্রে তাঁর প্রতি কোনও সমবেদনা নেই বলে জানিয়ে দেন প্রধান বিচারপতি। এজলাসে কিছুটা মজার ছলেই প্রধান বিচারপতি শাহজাহানের আইনজীবীকে বলেন, “এই মক্কেলকে নিয়ে আপনাকে আগামী দশ বছর ব্যস্ত থাকতে হবে। আপনাকে ৪-৫ জন জুনিয়রও রাখতে হবে। কারণ যা মামলার সংখ্যা।” শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন দুদিন আগেই খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এদিন শেখ শাহজাহানের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতির আরও তাৎপর্যপূর্ণ মন্তব্য, “আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম।” অর্থাৎ শেখ শাহাজাহানের গ্রেফতারি নিয়ে যে হাইকোর্টও অপেক্ষায় ছিল, তা স্পষ্ট করেন প্রধান বিচারপতি। আপাতত শেখ শাহজাহানকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত।