Basudebpur News: গাজিয়াবাদ থেকে আসা নামী কোম্পানির পণ্যের আড়ালে উদ্ধার নিষিদ্ধ মাদক
Basudebpur News:
বাসুদেবপুর: গাজিয়াবাদ থেকে নিখোঁজ হয়েছিল একটি নামী কোম্পানির পণ্যবাহী ট্রেলার। কিছুতেই খোঁজ মিলছিল না। শেষে নিখোঁজ হওয়া সেই ট্রেলার উদ্ধার বাসুদেবপুর থানার সামনে। ট্রেলারটির ভিতর থেকে বেশ কয়েক লক্ষ টাকার নিষিদ্ধা মাদকও মিলেছে।
জানা গিয়েছে, চলতি,মাসের ১ তারিখ গাজিয়াবাদ থেকে একটি নামী কোম্পানির পণ্য ট্রেলারে বোঝাই করে ধুলাগড়ের পাঁচলার উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে ৬ ফেব্রুয়ারি হওয়ার পরও ট্রেলার চালকের সঙ্গে কোনও রকম যোগাযোগ করতে পারছিলেন না বলে দাবি ট্রান্সপোর্ট কোম্পানির। এরপর ৮ ফেব্রয়ারি গাজিয়াবাদ থানায় অভিযোগ দায়ের করা হয়।
জানা যায়, সোমবার ভোরে ট্রেলারটিকে বাসুদেবপুর থানার সামনে দেখতে পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, গত তিনদিন ধরে ওই ট্রেলারটি বাসুদেবপুর থানার সামনেই দাঁড়িয়ে ছিল। গাড়িটিতে কোম্পানি থেকে বের হওয়ার সময় শিলমোহর দেওয়া হয়েছিল। পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, সেই শিলমোহরও ভাঙা।
এরপর বাসুদেবপুর থানার পুলিশ গিয়ে গাড়ির তালা ভেঙে তল্লাশি চালায়। তারপরই উদ্ধার হয় কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ ফেনসিডিল। তবে চালক ও খালাসির খোঁজ মিলছে না। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় একাধিক প্রশ্ন সামনে এসেছে, নামী সংস্থার পণ্য হাওড়ায় যাওয়ার পথে বাসুদেবপুরেই বা এল কী করে? আর পণ্যের আড়ালে নিষিদ্ধ মাদকই বা রাখল কে? ট্রান্সপোর্ট কোম্পানির ম্যানেজার বলেন, “গাজিয়াবাদ থেকে এই ট্রেলারটি এসেছিল। অনেকদিন ধরেই খোঁজ মিলছিল না। আমি গাড়ির ট্র্যাকিং করি। থানা থেকে ফোন গিয়েছিল আমার কাছে। তাই আমি এসেছি। এখন শুনছি এর ভিতরে মাদক পাচার হচ্ছিল।”