Sheikh Shajahan Video: কেন তিনি ‘শাহজাহান’, বোঝা গেল প্রথম দর্শনেই! দেখুন আদালতে তাঁর চলন-বলন

Sheikh Shajahan: বৃহস্পতিবার ভোরবেলায় মিনাখাঁ বামনপুকুর বাজার এলাকায় খ্রিস্টান পাড়া থেকে গ্রেফতার হন শেখ শাহজাহান। এরপর সকালে বসিরহাট আদালতে পেশ। প্রথমবার ক্যামেরার সামনে শেখ শাহজাহান। তখনও তাঁর সেই মেজাজ। চোখেমুখে একটা অদ্ভূত দৃঢ়তা।

Sheikh Shajahan Video: কেন তিনি 'শাহজাহান', বোঝা গেল প্রথম দর্শনেই! দেখুন আদালতে তাঁর চলন-বলন
বসিরহাট আদালতে শেখ শাহজাহানImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 29, 2024 | 11:48 AM

সন্দেশখালি:  শেখ শাহজাহান! একটাই নাম। গত দেড় মাসে ভাবিয়েছে গোটা বাংলাকে। সন্দেশখালির প্রত্যন্ত দ্বীপের এই নেতা মাথাব্যথার কারণ হয়ে উঠেছিলেন জাতীয় রাজনীতির নেতা-নেত্রীদের কাছে। গোটা প্রশাসনকে কার্যত ঘোল খাইয়েছেন। ৫৪ দিন ধরে চলেছে ‘লুকোচুরি’ খেলা। দেড় মাস ধরে সংবাদমাধ্যমের শিরোনামে ছিলেন তিনি। সংবাদমাধ্যমে বড় কলমে বেরচ্ছিল তাঁর ছবি! কিন্তু সব ছবিই তাঁর পুরনো, কোনটা ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া, কিংবা সামাজিক মাধ্যমে পোস্ট করা তাঁর ভিডিয়ো ফুটেজ! কারণ প্রত্যন্ত দ্বীপের দাপুটে এই তৃণমূল নেতার নাম আগে সেভাবে শোনেনি বাংলা। ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় তল্লাশিতে গিয়ে আকুঞ্জবেড়িয়ায় আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। লাঠি, বাঁশ হাতে তেড়ে এসেছিলেন শাহজাহানের অনুগামীরা। শাহজাহান তাঁদের কাছে ভগবান। প্রথম সপ্তাহ দেড়েক বজায় থাকে শাহজাহানের ‘মাসিহা-ইমেজ’।  কিন্তু তারপর ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করে আসল শাহজাহানের রূপ। সেই থেকে শুরু।  ৫৫ দিন পর গ্রেফতারি শেখ শাহজাহান। আর এতদিন পর সংবাদমাধ্যমের ফেস টু ফেস সন্দেশখালির বাঘ শেখ শাহজাহান।

বৃহস্পতিবার ভোরবেলায় মিনাখাঁ বামনপুকুর বাজার এলাকায় খ্রিস্টান পাড়া থেকে গ্রেফতার হন শেখ শাহজাহান। এরপর সকালে বসিরহাট আদালতে পেশ। প্রথমবার ক্যামেরার সামনে শেখ শাহজাহান। তখনও তাঁর সেই মেজাজ। চোখেমুখে একটা অদ্ভূত দৃঢ়তা। সাদা ধবধবে জামা, সাদা প্যান্ট, আর সঙ্গে ম্যাচিং ধূসর রঙের নেহেরু কোর্ট। পায়ে সাদা স্নিকার্স। পুলিশি ঘেরাটোপ, আদালত চত্বরে জনভার ভিড়। সব ছাপিয়ে শেখ শাহজাহান। তাঁর বিরুদ্ধে এত অভিযোগ, এত ক্ষোভ, দৃশ্যত তাঁর ‘বডি ল্যাঙ্গুয়েজে’ তা বোঝা যাচ্ছে না এক ফোঁটাও।

মাথা উচু করে ঢুকছেন এজলাসে। পিছনে পুলিশ। পাশ দিয়ে ধেয়ে আসছে প্রশ্নবাণ। শাহজাহান স্রেফ আঙুল নাড়ালেন। বোঝালেন একটাও প্রশ্ন নয়! ‘বাঘ’খাঁচাবন্দি হলেও মেজাজ তার থাকেই! খাঁচাতেও সে হুঙ্কার ছাড়ে। শাহাজাহান বললেন না কিছুই, হাত নাড়িয়ে বুঝিয়ে দিলেন, তাঁকে একটাও প্রশ্ন করা যাবে না! আপাতত ১০ দিনের পুলিশ হেফাজতেই থাকছেন শেখ শাহজাহান।