Sheikh Shajahan: ‘মনের দিক থেকে একটা কথা ভেবেই সন্তুষ্ট’, এতদিন চুপ, দাদা গ্রেফতার হতেই মুখ খুললেন শাহজাহানের ভাই
Sheikh Shajahan: আকুঞ্জবেড়িয়ার নীল রঙা প্রাসাদপম বাড়িতে থাকেন তিনি। ঘটনার পর থেকে তিনি অবশ্য সেই বাড়ি ছাড়েননি। শেখ শাহজাহানের গ্রেফতারির পর আবারও সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন শেখ আলমগির। TV9 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে খোলামেলা আলমগির।
সন্দেশখালি: ৫৫ দিন পর শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে। ৫ জানুয়ারি ইডি অভিযানের পর থেকে গায়েব ছিলেন শেখ শাহজাহান ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁর টিকিও খুঁজে পাচ্ছিলেন না ইডি ও পুলিশ। তাঁর বাড়ির দরজায় তালা। আকুঞ্জবেড়িয়ায় পর পর তিনটি বাড়ি শেখ শাহজাহানের। একটিতে তিনি থাকেন, বাকি দুটিতে তাঁর ভাই। এক ভাই ডাক্তার সিরাজ ওরফে সিরাজউদ্দিন। শেখ শাহজাহানের পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিস্তর অভিযোগ। তাঁকে প্রকাশ্যে আসতে দেখা যায়নি। কিন্তু পরিবারের এক জন প্রথম থেকেই সংবাদমাধ্যমের প্রকাশ্যে এসে বিবৃতি দিয়েছেন। তিনি হলেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগির। আকুঞ্জবেড়িয়ার নীল রঙা প্রাসাদপম বাড়িতে থাকেন তিনি। ঘটনার পর থেকে তিনি অবশ্য সেই বাড়ি ছাড়েননি। শেখ শাহজাহানের গ্রেফতারির পর আবারও সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন শেখ আলমগির। TV9 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে খোলামেলা আলমগির।
শেখ আলমগির বলেন, “আমরা জানতাম না তিনি কোথায় ছিলেন? আমাদের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না।। আমরা মনের দিক থেকে এটা ভেবেই সন্তুষ্ট, তিনি রয়েছেন, সন্দেশখালিতেই ছিলেন। তিনি আগাম জামিনের চেষ্টা করছিলেন। পুলিশ পুলিশের কাজ করেছে। শাহজাহানের বিরুদ্ধে যে যে অভিযোগ রয়েছে, সেগুলো জাস্টিফায়েড হবে।”
শেখ আলমগির আবারও বললেন, “পুলিশ দেখবে। প্রশাসন দেখবে। কোর্ট দেখবে। যদি সে দোষী প্রমাণিত হয়, তাহলে শাস্তি পাবে। কিন্তু যদি দোষী না হয়, যদি শ্লীলতাহানি, জমি অধিগ্রহণের অভিযোগ প্রমাণ না করতে পারে, যারা অভিযোগ করেছেন, তাঁদের বিরুদ্ধে মানহানির মামলা করব।”
শেখ শাহজাহানকে আপাতত ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত। সন্দেশখালি জুড়ে আজ খুশির আবহ। চলছে মিষ্টিমুখ, আবির খেলা। এবার মধ্যে নয়া আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে রাখলেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগির।