Arjun Singh: সরল মমতার ছবি, রামলালা ‘সাজছে’ অর্জুনের ঘরে, ফুল বদল হল বলে…

Arjun Singh: অর্জুনও জানান, মোদীর কথাকেই পাথেয় করে চলেন। তবে তৃণমূলে ফেরার সিদ্ধান্ত যে তাঁর ভুল ছিল, তাও মানছেন এখন। অর্জুন সিংয়ের কথায়, "আমার দেড় বছর নষ্ট করা হল। তৃণমূল নষ্ট করল।" অর্জুনের কথায় দলে আসার পরই বলা হয়েছিল, টিকিট দেবে। পাঁচবার ইন্টারভিউ হল, ফের করলাম, সংযোজন অর্জুনের। একইসঙ্গে অর্জুন বলেন, "জানতে পারবেন আমি তৃণমূলে আছি কি নেই? খুব তাড়াতাড়িই জানতে পারবেন।"

Follow Us:
| Edited By: | Updated on: Mar 12, 2024 | 12:27 PM

উত্তর ২৪ পরগনা: অভিমানের সুর এবার আরও তীব্র। মঙ্গলবার সকালে অর্জুন সিংয়ের অফিস ঘর থেকে সরল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। অর্জুন বললেন, “তৃণমূলের কাছে আনওয়ান্টেড হয়ে গিয়েছি আমি। এটা মনে করছি। তার প্রমাণও পেয়ে গিয়েছি। তবে ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড।” এদিনই আরও এক বোমা ফাটালেন অর্জুন। বললেন, “আমার মনে হয় তৃণমূলে আমার গুরুত্বটাই নেই। আর তৃণমূলে যারা কাজ করেছে পুরনো দিনের প্রায় সকলকেই এভাবে বসিয়ে দেওয়া হয়েছে।”

এবার কি তবে আবারও বিজেপিতে যোগ দিতে চলেছেন অর্জুন সিং। ২০১৯-এর মার্চের পুনরাবৃত্তিই কি দেখতে চলেছে ব্যারাকপুর-সহ গোটা রাজ্য? অর্জুন বলেন, “বিজেপিতে আমার সবাই বন্ধুবান্ধব। ফোন না আসার কথা বললে ঠিক হবে না। বিজেপিতে যখন ছিলাম, একটা জিনিস দেখতাম প্রতি মঙ্গলবার সাংসদদের মিটিং হত। সেখানে প্রধানমন্ত্রী মোদীজী একটা কথা বলতেন, সম্পর্ক সকলের সঙ্গে রাখা উচিত। কারও সঙ্গে সম্পর্ক খারাপ করা উচিত নয়।”

অর্জুনও জানান, মোদীর কথাকেই পাথেয় করে চলেন। তবে তৃণমূলে ফেরার সিদ্ধান্ত যে তাঁর ভুল ছিল, তাও মানছেন এখন। অর্জুন সিংয়ের কথায়, “আমার দেড় বছর নষ্ট করা হল। তৃণমূল নষ্ট করল।” অর্জুনের কথায় দলে আসার পরই বলা হয়েছিল, টিকিট দেবে। পাঁচবার ইন্টারভিউ হল, ফের করলাম, সংযোজন অর্জুনের। একইসঙ্গে অর্জুন বলেন, “জানতে পারবেন আমি তৃণমূলে আছি কি নেই? খুব তাড়াতাড়িই জানতে পারবেন।”

প্রার্থী তালিকা ঘোষণার দিনই ফিরহাদ হাকিম তাঁকে ফোন করে ‘ললিপপ’ দেওয়ার চেষ্টা করেন বলেও মন্তব্য করেন অর্জুন। কিন্তু কী সেই ‘ললিপপ’, তা বলতে চাননি তিনি। ভরসা ভেঙেছে তৃণমূলের প্রতি, বলেন অর্জুন সিং। বলেন, “দলের যে সম্মান দেওয়ার কথা ছিল দেয়নি।” এদিনও পার্থ ভৌমিকের বিরুদ্ধে উষ্মা অর্জুনের গলায়। যদিও পার্থ এদিন অর্জুনকে নিয়ে বিশেষ কথা বলতে চাননি।

এদিন অর্জুনের অফিস, ঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানো হয়েছে। ঘরে রাখা হয়েছে রামলালার ছবি। রয়েছে অর্জুনেরও বহু পুরনো ছবিও। ব্যারাকপুরবাসী বলছেন, ফুল বদল এখন শুধু সময়ের অপেক্ষা। তবে বিজেপির মুখ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “আমাদের দলে আলাপচারিতা বন্ধ হয় না। এটাই আমাদের সংস্কৃতি। যেহেতু সাংসদ পদ ছেড়ে তিনি বেরিয়ে গিয়েছেন, সিদ্ধান্ত যা নেওয়ার সংসদীয় বোর্ড বলবে। আমরা আমাদের পর্যবেক্ষণটুকু জানাতে পারি বোর্ডকে।”