APC College: বিক্ষোভরত পড়ুয়াদের উপর অতর্কিতে হামলা তৃণমূল ছাত্র পরিষদের, বেধড়ক মারে জখম ৬

New Barrackpore: কলেজ ফি কমাতে বিক্ষোভ দেখাচ্ছিলেন পড়ুয়ারা।

APC College: বিক্ষোভরত পড়ুয়াদের উপর অতর্কিতে হামলা তৃণমূল ছাত্র পরিষদের, বেধড়ক মারে জখম ৬
বিক্ষোভরত পড়ুয়াদের মার তৃণমূল ছাত্রপরিষদের (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2021 | 3:25 PM

নিউ ব্যারাকপুর: কলেজ ফি কমানোর দাবিতে বিক্ষোভে সামিল ছিলেন ছাত্র-ছাত্রীরা। অভিযোগ, সেই সময় হঠাৎই হামলা চালায় তৃণমূল ছাত্র-পরিষদ। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

নিউ ব্যারাকপুর এপিসি কলেজের ঘটনা। আজ চতুর্থ ও পঞ্চম সেমিস্টারে ভর্তির ফর্মের দাম কমানো নিয়ে কলেজ গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা। অভিযোগ সেই সময় হঠাৎই তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা এসে হামলা করে বিক্ষোভকারীদের উপর। যার জেরে আহত হয় ছয়জন বিক্ষোভকারী। যদিও, গোটা ঘটনার দায় নিতে অস্বীকার করেছেন বিক্ষোভকারীরা।

তৃণমূল ছাত্র পরিষদের দাবি, যাঁরা বিক্ষোভ দেখাচ্ছে তাঁরা সাধারণ ছাত্র-ছাত্রী নয়। প্রত্যেকেই এসএফআইয়ের সঙ্গে যুক্ত। তারা কলেজের পরিবেশ নষ্ট করছে। বিক্ষোভরত এক ছাত্রী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আন্দলন করে আসছি। কলেজের অধ্যক্ষ আমাদের কোনও কথাই শুনছেন না। আমরা ওনার কাছে লিখিত আকারে জমা দিয়েছি। কিন্তু উনি সেই চিঠি খুলেও দেখননি। আজ সকালে যখন আমরা বিক্ষোভ দেখাচ্ছিলাম সেই সময় হঠাৎ তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা এসে আমাদের ছেলেদেরকে মারতে শুরু করে। ওরা প্রথমে আমাদের মেয়েদের গায়ে হাত না দিলেও পরে আমাদের গায়ে হাত তোলে। সঙ্গে মহিলাদের উদ্দেশে রীতিমত কটূক্তি করতে থাকে। আমরা এখানে সবাই সাধারণ ছাত্র-ছাত্রী। অথচ ওরা রাজনীতির রঙ চড়িয়ে দিয়ে আমাদের আন্দোলনকে অন্যদিকে নিতে চাইছে।”

এদিকে, জেলায় গতকাল পানিহাটির গঙ্গার ঘাটে উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ। তখনও পর্যন্ত জানতে পারা যায়নি ওই যুবকের নাম পরিচয়। পরে ধীরে-ধীরে খোলসা হয় রহস্যের। নেশার টাকা না দেওয়াতেই খুন! পুলিশের জেরায় স্বীকার করল খড়দহ জোড়া খুনে ধৃত যুবক। আদালতে যাওয়ার পথেই ক্যামেরার সামনে খুনের কথা স্বীকার করে ধৃত বিপ্লব দাস।

পানিহাটির যুবক শিবনাথ দাস খুনের তদন্তে রয়েছে পরতে পরতে রহস্য। ধৃত বিপ্লব দাসকে জেরা করে নতুন তথ্য পায় পুলিশ। পুলিশের দাবি, জেরায় বিপ্লব কবুল করেছে, শেখর পাল নামে আরও এক যুবককে খুন করে সে গঙ্গার পাড়ে পুঁতে রেখেছিল। শেখর নারায়ণপুর থানার কাটাখালের বাসিন্দা। শিবনাথ ও শেখরকে একই কায়দায় বিপ্লব খুন করেছে জেরায় স্বীকার করেছে, এমনটাই দাবি পুলিশের।

ধৃত জেরায় জানিয়েছে, শেখরকেও অতিরিক্ত মদ্যপানের পর খুন করে গঙ্গায় পুঁতে দিয়েছিল সে। একই কায়দায় খুন করেছিল শিবনাথকেও। কিন্তু তাকে ভালো ভাবে গঙ্গায় পুঁতে ফেলতে পারেনি। শিবনাথের দেহ উদ্ধার হয়। একই জায়গায় দুই মৃতদেহ লোপাট করে দিতে চেয়েছিল সে। পুলিশি জেরায় স্বীকার করেছে বিপ্লব। বিপ্লবের মানসিক স্থিতাবস্থা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘প্রত্যেকের একটা সাংবিধানিক এক্তিয়ার আছে’, রাজ্যপালকে মনে করালেন মমতা