Amdanga Murder: পাশের পাড়ার যুবকের সঙ্গে মায়ের সম্পর্ক! পুকুর থেকে উদ্ধার ২ বছরের শিশুর লাশ

Amdanga Murder: তাহলে কি তাকে বাড়ি থেকে কেউ বের করে নিয়ে গিয়েছিল? ঘটনার তদন্তে আমডাঙা থানার পুলিশ। ইতিমধ্যেই শিশুর মা-বাবাকে গ্রেফতার পুলিশের, যদিও পলাতক শিশুর মায়ের প্রেমিক।

Amdanga Murder: পাশের পাড়ার যুবকের সঙ্গে মায়ের সম্পর্ক! পুকুর থেকে উদ্ধার ২ বছরের শিশুর লাশ
আমডাঙায় শিশুর রহস্যমৃত্যু
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2021 | 4:28 PM

উত্তর ২৪ পরগনা: আমডাঙায় শিশুর রহস্যমৃত্যু। জলাশয় থেকে উদ্ধার শিশুর দেহ। তবে শিশুমৃত্যু ঘিরে পরতে পরতে রহস্যের জাল। স্থানীয়দের দাবি রাতে ঝগড়া চলছিল শিশুর মা-বাবার মধ্যে। তারপর থেকেই নিখোঁজ বছর ২-এর শিশু। তবে শিশুর দিদার দাবি, মেয়ের সঙ্গে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। খুন করেছে শিশুর মায়ের সেই প্রেমিকই, অভিযোগ শিশুর দিদার। তবে কীভাবে মাত্র ২ বছরের শিশু বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে পারে? এবং তারপরেই জলাশয়ে দেহ! তাহলে কি তাকে বাড়ি থেকে কেউ বের করে নিয়ে গিয়েছিল? ঘটনার তদন্তে আমডাঙা থানার পুলিশ। ইতিমধ্যেই শিশুর মা-বাবাকে গ্রেফতার পুলিশের, যদিও পলাতক শিশুর মায়ের প্রেমিক।

ঘটনার বিবরণ

সোমবার সকালে আমডাঙার রাইপুর গ্রামের একটি পুকুর থেকে এক শিশুর দেহ উদ্ধার হয়। স্থানীয়রা জানাচ্ছেন, রাইপুর গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকতেন সাবিনা বিবি ও তাঁর স্বামী। প্রতিবেশীরা জানাচ্ছেন, রবিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। আসলে প্রেমিক জামাল উদ্দিন রবিবার সন্ধ্যায় এসেছিলেন সাবিনার সঙ্গে দেখা করতে। তারপরই অশান্তি শুরু হয় স্বামী-স্ত্রীর। আচমকা রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়ে শিশুটি। সোমবার সকালে শিশুটির খোঁজ শুরু করেন গ্রামবাসীরা।

রাইপুর গ্রামের একটি পুকুর থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। শিশুটির বয়স বছর দুয়েক। ঘটনার তদন্তে আমডাঙ্গা থানার পুলিশ। এই ঘটনার নেপথ্যে শিশুটির মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা উঠে আসছে। অভিযোগ শিশুটির মায়ের সঙ্গে পাশের গ্রামে জামালউদ্দিনের বিবাহ বহির্ভূত ছিল। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া চলত।

সাবিনার প্রেমিকের বিরুদ্ধেই খুনের অভিযোগ রয়েছে। শিশুটিকে শ্বাসরোধ করে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এদিকে, বাড়িওয়ালার দাবি, রবিবার তাঁরা ভাড়া বাড়ি ছেড়ে চলে যান। তার পর সকালে এমন ঘটনা। অভিযুক্ত ব্যাক্তি পলাতক। আমডাঙ্গা থানার পুলিশ শিশুটির বাবা মা-কে আটক করে নিয়ে যায়। পরে শিশুটির মা সাবিনা বিবিকে গ্রেফতার করে। ফেরার জামালউদ্দিনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

শিশুটির দিদার অভিযোগ, “মেয়ের সঙ্গে সম্পর্ক চলছিল পাশের গ্রামের ছেলে। হঠাৎ করে বাচ্চাটা নিখোঁজ হয়ে গেল। তারপর পুকুরে ভেসে উঠল। ওই ছেলেই জড়িয়ে রয়েছে।” তদন্তকারীরা ভাবছেন, শিশুটিকে বাড়ির বাইরে নিশ্চয় কেউ নিয়ে গিয়েছিলেন, তিনি কে? সে উত্তরও খুঁজছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: Bengal BJP Inner Clash: টাকা নিয়ে দলের বিরুদ্ধে অন্তর্ঘাত! পুরভোটে হারের কারণ বিশ্লেষণে নয়া তথ্য

আরও পড়ুন: Bengal BJP Inner Clash: টাকা নিয়ে দলের বিরুদ্ধে অন্তর্ঘাত! পুরভোটে হারের কারণ বিশ্লেষণে নয়া তথ্য

আরও পড়ুন: একটানা ৫দিন কাটলেও বাগে আসেনি বাঘ! ঘুমপাড়ানি গুলি নিয়ে টহল বনকর্মীদের