Barasat: ৩৫ সেমি কালো লম্বা! হাতে নিতেই পুলিশ ধরল ওদের

Barasat: দেগঙ্গা থানার পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল পাচারের। সেই মতো তারা চৌরাশি গ্রাম পঞ্চায়েতের চিংড়িয়া পূর্বপাড়া এলাকায় ঘোরাঘুরি করেন। এলাকায় উপস্থিত ছিলেন, দেগঙ্গা থানার মেজবাবু শুভাশীস চক্রবর্তী।

Barasat: ৩৫ সেমি কালো লম্বা! হাতে নিতেই পুলিশ ধরল ওদের
কী কাণ্ডImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 1:17 PM

মধ্যমগ্রাম: ৩২ সেন্টিমিটার লম্বা। কালো। চোখ জ্বলজ্বল করছে। জ্যান্ত একটি তক্ষক সাপ। যার আনুমানিক মূল্য ধরুন লক্ষাধিক টাকা। সেই সাপটি পাচার করতে গিয়ে পুলিশের জালে দশজন যুবক। এদের মধ্যে আবার ছ’জন যুবকের বাড়ি মধ্যমগ্রাম থানা এলাকায়।

দেগঙ্গা থানার পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল পাচারের। সেই মতো তারা চৌরাশি গ্রাম পঞ্চায়েতের চিংড়িয়া পূর্বপাড়া এলাকায় টহল দিচ্ছিলেন। এলাকায় উপস্থিত ছিলেন দেগঙ্গা থানার মেজবাবু শুভাশীস চক্রবর্তী। তখনই কয়েকজন যুবককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় তাঁর। এরপর তল্লাশি চালাতেই বিস্ফারিত হয়ে যায় চোখ। একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৩২ সেন্টিমিটারের জ্যান্ত তক্ষককে উদ্ধার করে পুলিশ।

জানা গিয়েছে, এই তক্ষককের মূল্য লক্ষ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টোপ দিয়ে ধৃত যুবকরা বাইরে থেকে খদ্দের ডেকে নিয়ে আসত। এরপর সেটি হাতে নিয়ে খদ্দেরদের তুলে দিত। শুধু তাই নয়, অভিযোগ, কখনও আবার খদ্দেরদের কাছ থেকে টাকা পয়সা আত্মসাত করে পালিয়ে যেত। এই খবরের ভিত্তিতে পুলিশ তদন্ত করে এই সাফল্য পেয়েছে বলে জানিয়েছে। ধৃত দশজনকে আজ বারাসত জেলা আদালতে পাঠানো হয়েছে পুলিশি হেফাজতের চেয়ে।