Birupaksha Biswas Arrested: কলার ধরে তোলা হল গাড়িতে, গ্রেফতার নির্মল মাজি ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস
North 24 Pargana: বিরুপাক্ষ বিশ্বাস ছিলেন প্রোগ্রেসেভ ডক্টরস অ্যাসোসিয়েশনের মুখপাত্র। পাশাপাশি তিনি তৃণমূল নেতা নির্মল মাজি ঘনিষ্ঠ ছিলেন বলেও সূত্রের খবর।
কামারহাটি: হাসপাতালের পড়ুয়াদের মারধরের অভিযোগ। তৃণমূল নেতা নির্মল মাজি ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে গ্রেফতার করল কামারহাটি থানার পুলিশ। একই সঙ্গে তাঁর নীলবাতি লাগানো গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে ডঃ বিরূপাক্ষ বিশ্বাস ওই বেআইনি ভাবে নিজের গাড়িতে নীলবাতি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। এরপর আজ পুলিশ তাঁকে গ্রেফতার করে।
বিরুপাক্ষ বিশ্বাস ছিলেন প্রোগ্রেসেভ ডক্টরস অ্যাসোসিয়েশনের মুখপাত্র। পাশাপাশি তিনি তৃণমূল নেতা নির্মল মাজি ঘনিষ্ঠ ছিলেন বলেও সূত্রের খবর। ঘটনার সূত্রপাত সোমবার রাত্রিবেলা। চিকিৎসক পড়ুয়াদের বক্তব্য, বর্তমানে বিরূপাক্ষ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের এমডি প্যাথলজির চিকিৎসক। তা সত্ত্বেও প্রায়শই তিনি সাগর দত্ত হাসপাতালে ঢুকে সেখানকার পড়ুয়াদের মারধর করেন। ঘটনাচক্রে, তাঁর বিরুদ্ধে সক্রিয় হয়েছে সাগর দত্ত মেডিক্যাল কলেজ কাউন্সিলরও।
#WatchNow: চিকিৎসক পড়ুয়াদের মারধর করার অভিযোগে গ্রেফতার নির্মল মাজির ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস।
WATCH LIVE: https://t.co/hS7OkI4TuU#NirmalMaji | #MedicalCollege pic.twitter.com/65Voq03eYj
— TV9 Bangla (@Tv9_Bangla) July 20, 2022
তৃণমূলের জুনিয়র চিকিৎসক নেতা বিরূপাক্ষের জন্য কলেজের পরিবেশ নষ্ট হচ্ছে। এই আশঙ্কা প্রকাশ করে কলেজ কাউন্সিলর মাধ্যমে স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যকে চিঠি পাঠিয়েছেন অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধানকে। বস্তুত, চিকিৎসক বিরূপাক্ষর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রথম নয়। এর আগে বর্ধমান মেডিক্যাল কলেজে রেডিওলজির এক প্রফেসরকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের এই ছাত্রনেতার বিরুদ্ধে। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা এখানে মৃতদেহ নিয়ে আসছিলাম। সেই সময় চিৎকার চলছিল। দেখলাম কয়েকজনকে পুলিশ বের করে নিয়ে চলে যায়।’
বিস্তারিত আসছে…