Agarpara Chaos: কাউন্সিলর খুনে অভিযুক্ত জামিন পেতেই বিক্ষোভ, বিটি রোডে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ
Panihati : পাটিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রসেনজিৎ পণ্ডিতের জামিনে মুক্তি পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় আগরপাড়া এলাকায়।
হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা। তাতে লেখা, ‘অনুপম দত্তের খুনিদের অবিলম্বে শাস্তি চাই’। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ। ঘটনার জেরে প্রায় অবরুদ্ধ রাস্তা। তুলকালাম কাণ্ড তৈরি হয়েছে আগরপাড়ায়। পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের এলাকা থেকে হঠানোর চেষ্টা করছে।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসেই পানিহাটি পুরসভার কাউন্সিলর অনুপম দত্তকে পিছন থেকে গুলি করা হয়েছিল। মাথায় গুলি ঠেকিয়ে তাঁকে গুলি করা হয়েছিল। ওই ঘটনার পরই ইতিমধ্য়েই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। সেই তালিকায় ছিল গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত প্রসেনজিৎ পণ্ডিতও। কিন্তু প্রসেনজিৎ নামে ওই অভিযুক্ত জামিন পেতেই বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মী ও সমর্থকরা।
উল্লেখ্য, ওই ঘটনার পর প্রকাশ্যে এসেছিল হামলার সিসিটিভি ফুটেজও। তাতে দেখা গিয়েছে, একটি বাইকের পিছনের সিটে বসেছিলেন অনুপম দত্ত। তখন আশপাশেই ঘুরঘুর করছিল একজন। হঠাৎই, ওই ব্যক্তি পিছন থেকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে কাউন্সিলরকে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি।
দেখুন ভিডিয়ো: