কলকাতার সভায় যোগ দিতে আসা TMCP সদস্যদের সঙ্গে বচসা নিত্যযাত্রীদের, শ্যামনগরে রেল অবরোধ
TMCP: মনগরে বেশ কিছুক্ষণের জন্য রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। সেই বিক্ষোভ থেকেই ‘চোর ধরো জেল ভরো’ স্লোগানও ওঠে বলে খবর।
এ ঘটনার পর শ্যামনগরে (Shyamnagar) বেশ কিছুক্ষণের জন্য রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। সেই বিক্ষোভ থেকেই ‘চোর ধরো জেল ভরো’ স্লোগানও ওঠে। এদিকে মিনিট দশেক অবরোধ চলতে চলতেই খবর যায় পুলিশে। মুহূর্তে ঘটনাস্থেল আসে বিশাল পুলিশ বাহিনী। তাঁদের তৎপরতাতেই শেষ পর্যন্ত অবরোধমুক্ত হয় ওই এলাকা। এদিকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের অভিযোগ, তাঁরা কল্যাণী লোকালের একটি দরজা বন্ধ করতে যাচ্ছিলেন তখনই শ্যামনগর স্টেশনের যাত্রীদের সঙ্গে তাঁদের ঝামেলা বাঁধে। নিত্যযাত্রীদের কয়েকজনের বিরুদ্ধে তাঁরা বেল্ট দিয়ে মারধরেরও অভিযোগ করেছেন।
এদিকে ঘটনার খবর পেয়েই ওই এলাকায় ছুটে আসেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি এই ঘটনায় যুক্তদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও জানান। অন্যদিকে নিত্যযাত্রীদের অভিযোগ, ডাউন কল্যাণী লোকালের দরজা বন্ধ করে কলকাতার উদ্দেশে আসছিলেন ছাত্র পরিষদের কিছু সদস্য। কিন্তু শ্যামনগর স্টেশনে ট্রেন থামলেও তাঁরা দরজা খোলেননি তাঁরা। সূত্রের খবর, এরপরই নিত্যযাত্রীদের কেউ কেউ দরজায় ধাক্কা মারতে থাকেন। তখনই খুলে দেওয়া হয় দরজা। এরপরেই নিত্যযাত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে যান ছাত্র পরিষদের সমর্থকরা। দুপক্ষের মধ্যে গালিগালাজও শুরু হয়ে যায়। শেষে হাতাহাতিও হয় বলে খবর। যদিও ছাত্র পরিষদের সমর্থকদের অভিযোগ, যাঁরা তাঁদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন তাঁরা বিজেপির সমর্থক। এমনকী বচসার সময় তাঁদের বিরুদ্ধে জয় শ্রী রাম স্লোগান দেওয়ারও কথা জানিয়েছেন ছাত্র পরিষদের সমর্থকরা। ইতিমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি।