তৃণমূল তারকা প্রার্থী চিরঞ্জিতের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, কমিশনের রিপোর্ট তলব
বারাসত পুরসভায় এসে সাংবাদিক বৈঠক করে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন চিরঞ্জিৎ (Chiranjit), নির্বাচন কমিশন (EC)-এর কাছে অভিযোগ বিরোধীদের
উত্তর ২৪ পরগনা: একুশের ভোটে (Bengal Election 2021) তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার আগে তিনি বলেছিলেন আর ভোটে লড়তে চান না। তবে প্রার্থী তালিকা প্রকাশ হতে দেখা গেল ফের বারাসতের প্রার্থী হিসেবে চিরঞ্জিতকেই (Chiranjeet Chakraborty) মনোনীত করেছে তৃণমূল (TMC)। কিন্তু ময়দানে নেমে প্রচার শুরুর আগেই বিতর্কে জড়ালেন চিরঞ্জিৎ। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে কমিশনের দ্বারস্থ হল বাম ও বিজেপি।
কোন প্রসঙ্গে মমতার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল? তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরের দিন বারাসত পুরসভায় এসে সাংবাদিক সম্মেলন করেন বিধানসভার তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তী। তাঁর পাশে দেখা যায় তৃণমূলের নেতা-কর্মীদের। ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ ব্যানারও লাগানো ছিল সাংবাদিক সম্মেলনে। আর এ নিয়েই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে চিরঞ্জিতের বিরুদ্ধে। ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর সরকারি দফতরে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকের প্রেক্ষিতে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানায় বাম ও বিজেপি। বিষয়টি নজরে আসে নির্বাচন কমিশনেরও (Election Commission)। জেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারাসত পুরসভার পুর প্রশাসককে শো-কজ করে ঘটনার কারণ জানতে চাওয়া হয়। জানতে চাওয়া হয়, কীভাবে পুরসভার মধ্যে এই ধরনের কর্মসূচি করা হল।
যদিও বারাসাত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জির দাবি, ওই কর্মসূচি পূর্বপরিকল্পিত ছিল না। চিরঞ্জিৎ আসার খবর পেয়ে সাংবাদিকরা জড়ো হয়েছিলেন। তিনি নিজে ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন না বলে কমিশনকে দেওয়া প্রতিক্রিয়ায় জানান সুনীলবাবু।
আরও পড়ুন: যন্ত্রণায় কাতরাচ্ছেন মমতা, ষড়যন্ত্রের অভিযোগ
তবে বামফ্রন্ট নেতা সঞ্জীব চট্টোপাধ্যায়ের দাবি, “চিরঞ্জিৎ চক্রবর্তীর সাংবাদিক সম্মেলন পূর্বপরিকল্পিত ছিল।” তাঁদের কাছে এই সাংবাদিক সম্মেলনের ভিডিও আছে বলে দাবি করেন তিনি। এ নিয়ে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক সুমিত গুপ্তা বলেন, বিষয়টি জানতে চেয়ে প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। তাঁর উত্তর খতিয়ে দেখা হচ্ছে।