Ration Scam: প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদে পথে বর্তমান খাদ্যমন্ত্রী

Ration Scam: মধ্যমগ্রামে জ্যোতিপ্রিয়র গ্রেফতারির প্রতিবাদে মিছিলের একেবারে সামনের সারিতে মন্ত্রী রথীন ঘোষ। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর জন্য রাস্তায় নেমেছেন বর্তমান খাদ্যমন্ত্রী। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল।

Ration Scam: প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদে পথে বর্তমান খাদ্যমন্ত্রী
জ্যোতিপ্রিয়র গ্রেফতারির প্রতিবাদে মিছিল, পথে রথীন ঘোষImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2023 | 1:48 PM

হাবড়া: জ্যোতিপ্রিয়র গ্রেফতারির প্রতিবাদে মিছিল হাবড়ায়। শনিবার সকালে হাবড়ায় প্রতিবাদ মিছিলে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস। বালুর গ্রেফতারির প্রতিবাদে, ব্যানার হাতে, দলীয় ঝান্ডা কাঁধে পথে নেমে পড়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। শুধু হাবড়াতেই নয়, মধ্যমগ্রাম, নৈহাটি, বারাসত, বসিরহাট-সহ একাধিক জায়গায় প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। মধ্যমগ্রামে জ্যোতিপ্রিয়র গ্রেফতারির প্রতিবাদে মিছিলের একেবারে সামনের সারিতে মন্ত্রী রথীন ঘোষ। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর জন্য রাস্তায় নেমেছেন বর্তমান খাদ্যমন্ত্রী। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল।

গতকাল ইডির হাতে গ্রেফতারির পরই শুভেন্দু ও বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও রথীন ঘোষের ব্যাখ্যা, “গ্রেফতারির প্রতিবাদ নয়। একশো দিনের কাজ ও আবাস যোজনা নিয়ে তৃণমূলের আন্দোলনের অভিমুখকে ঘুরিয়ে দিতে বিজেপি ইডি-সিবিআইকে দিয়ে আমাদের লোকেদের হয়রান করছে। এটার প্রতিবাদেই আমরা মিছিলে এসেছি।”

উল্লেখ্য, এর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি পরবর্তী সময়ে, কড়া অবস্থান নিতে দেখা গিয়েছিল তৃণমূলকে। তবে জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর সম্পূর্ণ ভিন্ন চিত্র। বিভিন্ন প্রান্তে মন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদে পথে নেমে পড়েছে তৃণমূল শিবির। উল্লেখ্য, রেশন দুর্নীতির তদন্তে গত বৃহস্পতিবার প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। দীর্ঘ তল্লাশি অভিযানের পর শুক্রবার ভোর-রাতে তাঁকে গ্রেফতার করা হয়।

জেলা তৃণমূল সূত্রে খবর, এরপর থেকেই পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আলোচনায় শুরু হয়েছিল দলের অন্দরে। শেষ গতসন্ধেয় সিদ্ধান্ত নেওয়া হয়, শনিবার জেলাজুড়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হবে। সেই পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল থেকেই উত্তর ২৪ পরগনা জেলার একাধিক প্রান্তে প্রতিবাদ মিছিল শুরু করে তৃণমূল কংগ্রেস।